Select Language

[gtranslate]
৯ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার ২৫শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

আরো দুটি ত্রাণ শিবির খোলা হলো কাঁথিতে

ঘূর্ণিঝড় ডানা আছড়ে পড়ার আগেই কাঁথি পুরসভা পুরবাসীর নিরাপত্তার ব্যবস্থা করল কাঁথি পূর্ব কর্তৃপক্ষ। বৃহস্পতিবার আরো দুটি ত্রাণ শিবির খোলা হলো বলে জানিয়েছেন পুরো প্রধান সুপ্রকাশ গিরি। তিনি বলেন কাঁথি মডেল ইনস্টিটিউট ও কাঁথি প্রভাত কুমার কলেজ কে অতিরিক্ত দুটি ত্রাণ শিবির করা হয়েছে। কাঁথি শহরে মোট ছয়টি ত্রাণ শিবিরে ৩০০০ এরও বেশি লোককে সরিয়ে আনা হয়েছে।বৃহস্পতিবার সারা রাত্রি পৌরসভা খোলা থাকবে। প্রতিটি শিবিরে রান্না করা খাওয়ার পানীয় জল পর্যাপ্ত আলো এবং চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।এদিন সকাল থেকে প্রতিটি ত্রাণ শিবির  ঘুরে ঘুরে পরিদর্শন করলেন পুরো প্রধান সুপ্রকাশ গিরি। প্রতিটি শিবিরের খাওয়া-থাকা প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থাগুলি ঠিকঠাক আছে কিনা খতিয়ে দেখেন। কিছু কিছু এলাকায় তিনি হওয়ারও বিতরণ করেন। 

উপস্থিত ছিলেন পৌরসভার আধিকারিক বৃন্দ এবং ত্রাণ শিবিরের দায়িত্বে থাকা আধিকারিকগণ। ছাড়াও সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলর গণ উপস্থিত ছিলেন। সুপ্রকাশ বাবু বলেন তিনটি কন্ট্রোলরুম খোলা হয়েছে।শহরবাসী অসুবিধায় পড়লে সংশ্লিষ্ট কন্ট্রোলরুমের আধিকারিকের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।১ থেকে ৭ নম্বর ওয়ার্ডের জন্য অঞ্জন গির, ফোন নম্বর ৭৭৯৭৪৭৯২২৭,৮ থেকে ১৫ নম্বর ওয়ার্ডের জন্য প্রদীপ মান্না, ফোন নম্বর ৯৮০০৭৪০৮২৫,১৬ থেকে ২১ নম্বর ওয়ার্ডের জন্য উজ্জ্বল বর, ফোন নম্বর ৯৭৩৩৯৫৫৬২৭। নিরাপদ আশ্রয় নিয়ে আসার জন্য পৌরসভায় উদ্ধারকারী দল রয়েছে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News