Select Language

[gtranslate]
৯ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার ২৫শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফুলচাষীদের উপযুক্ত ক্ষতিপূরণ  দাবিতে স্মারকলিপি প্রদান

ঘূর্ণিঝড় “ডানা”র প্রভাবে রাজ্যের ফুলচাষ সংশ্লিষ্ট জেলাগুলির মধ্যে অন্যতম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ কয়েকটি জেলার চন্দ্রমল্লিকা-গাঁদা-দোপাটি-অপরাজিতা-জবা সহ বিভিন্ন ফুলের চাষ ব্যপক ক্ষতির সম্মুখীন হয়েছে। ওই ক্ষতিগ্রস্ত ফুলচাষীদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে আজ সারা বাংলা ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতির পক্ষ থেকে উদ্যান পালন দপ্তরের মন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করা হয়েছে। 

সমিতির সাধারন সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, এমনিতেই গত শারদীয় পূজার পূর্বে বন্যা ও অতিবর্ষনজনিত কারণে ফুলচাষের ভয়াবহ ক্ষতি হয়েছিল। ফলস্বরূপ দুর্গাপূজার সময় ফুলের দাম ছিল আকাশছোঁয়া। আবার কালীপূজার প্রাক্কালে ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে প্রবল বৃষ্টিপাতের দরুন ফুলচাষের বেশ ক্ষতি হলো। ফলস্বরূপ অবিলম্বে ক্ষতিগ্রস্ত ফুলচাষীদের যথোপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে আমরা  সমিতির পক্ষ থেকে আজ উদ্যান পালন দপ্তরের  মন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করেছি।

ekhansangbad
Author: ekhansangbad

Related News