পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি -৩ ব্লকের আদামপুরে রথমেলা ও রথ প্রতিযোগিতার আয়োজন করা হয় মঙ্গলবার। পূর্বপাড় রথযাত্রা কমিটির উদ্যোগে এই মেলা ও প্রতিযোগিতা হয় ।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বনমালীচট্টা হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মামুদ হোসেন, কাঁথি-৩ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অশোক প্রধান, সদস্য সুখেন্দু বারিক, সৌমেন জানা প্রমুখ।
Author: ekhansangbad
Post Views: ৯৩