Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বহড়াদাঁড়ি নেতাজী ক্লাবে রক্তদান শিবির

 ঝাড়গ্রাম জেলার রক্তদান আন্দোলনের ক্ষেত্রে রচিত হলো নতুন মাইলফলক।  সাঁকরাইল ব্লকের বহড়াদাঁড়ি নেতাজী ক্লাবের উদ্যোগে আয়োজিত শিবিরে রক্ত দিলেন রেকর্ড সংখ্যক রক্তদাতা। শনিবার প্রাকৃতিক দুর্যোগের ভ্রুকটিকে উপেক্ষা করে বহড়াদঁড়ি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এই শিবিরে বেশ কয়েকজন মহিলা সহ মোট ২০৪ জন রক্তদাতা উৎসবের মেজাজে রক্তদান করেন।সময় অতিক্রান্ত হওয়ায় বেশ কিছু রক্তদাতা ফিরে যান।রক্ত সংগ্রহ করেন ঝাড়গ্রাম ও মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড সেন্টার কর্তৃপক্ষ।

এদিনের শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সভাপতি অপূর্ব দত্ত, ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি,সহ-সভাধিপতি অঞ্জলী রায় দোলাই ,সমাজকর্মী সর্বেশ্বর মহাপাত্র, প্রদীপ মাইতি, ভাগবৎ মান্না,প্রণব ধাউড়িয়া, দীপ্যমান দত্ত সহ অন্যান্য বিশিষ্ট জনেরা ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি স্বপন পাল সম্পাদক কৌশিক দে, পত্রিকা সম্পাদক আশিষ কুমার খুঁটিয়া, সাংস্কৃতিক সম্পাদক শেখর দে, কোষাধক্ষ্য মানস পৈড়া, তাপস কুমার দত্ত, সুজাতা দত্ত সহ সকল সদস্য-সদস্যারা। শিবিরটি সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় ক্লাবের পক্ষ থেকে সমস্ত রক্তদাতা ও  সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read