Select Language

[gtranslate]
১২ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার ২৮শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কাজলা জনকল্যাণ সমিতিতে বয়স্ক মানুষদের জন্য বিনামূল্যে চিকিৎসা শিবির

বিদ্যাসাগর স্কুল অফ স্যোসাল ওয়ার্ক এ্যালুম্নি এ্যাসোসিয়েশন উদ্যোগে কাজলা জনকল্যাণ সমিতির ব্যবস্থাপনায় এবং বিলিয়ান হার্টস বিটিং ফাউন্ডেশন (এ্যাপেলো ফাউন্ডেশন)-এর সহযোগিতায় আজ পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ ব্লকের কাজলা জনকল্যাণ সমিতিতে বয়স্ক পুরুষ ও মহিলাদের চিকিৎসা শিবির পরিচালিত হলো। এই শিবির থেকে শতাধিক বয়স্ক-বয়স্কা চিকিৎসা পরিষেবা গ্রহণ করেছেন। এ্যাপেলো হাসপাতালের চিকিৎসক ডাঃ তপন গোস্মামী রোগী দেখার সাথে সাথে তাঁদেরকে বিনামূল্যে ঔষধ প্রদান করেছেন।

এই চিকিৎসা শিবিরের উদবোধন করেন কাজলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক স্বপন পন্ডা, বিদ্যাসাগর স্কুল অফ স্যোসাল ওয়ার্ক এ্যালুম্নি এ্যাসোসিয়েশন-এর সদস্য রাহুল চক্রবর্তী ও অন্যান্য সংগঠকপগণ। গরীব বয়স্ক মানুষদের বিনামূল্যে চিকিৎসার উদ্যোগ গ্রহণ করার জন্য কাজলা জনকল্যাণ সমিতির পক্ষ থেকে সাধারণ সম্পাদক স্বপন পন্ডা বিদ্যাসাগর স্কুল অফ স্যোসাল ওয়ার্ক এ্যালুম্নি এ্যাসোসিয়েশন ও এ্যাপেলো ফাউন্ডেশনের কর্তৃপক্ষদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read