Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

টানা বৃষ্টিতে ভেঙ্গে পড়াল ঘর , উদ্বেগ  পরিবারগুলো ।

খেজুরির সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি ও ঝড়ের দাপট কমার সাথে সাথে কাঁচা মাটির বাড়িগুলি ও ঘরের চালা ভেঙ্গে পড়ছে।ঐ এলাকায় প্রায় শতাধিক বাড়ির ক্ষতি হয়েছে। খেজুরি-২ ব্লকের চকঅরকবেড়িয়া গ্রামের পল্টু সিং ও শিবরাম মাঝির ঘর গত কাল রাতেই ভেঙ্গে পড়ে। ওই সঙ্গে খেজুরি-১ ব্লকের কামারদা গ্রাম পঞ্চায়েতের কামারদা বাড় পুটিমারি গ্রামের নুপুর দাস, কাকলি দাস, কৃষ্ণা দাস, মধুমালা দাস, সুচেতা বর ভুঁইয়াসহ এ রকম বহু বাড়ির একই অবস্থা। খুবই কষ্টে কোন রকম মাথা গুঁজে থাকার চেষ্টা করছে।
এলাকার  সি,পি,আই(এম) নেত্রী প্রতিমা মন্ডল , রত্নেশ্বর দোলুই, মৃন্ময় মাইতি, স্বদেশ মাইতি, জাকির হোসেন মল্লিক, শঙ্কর মন্ডল, বিশ্বজিৎ বারিক সহ নেতৃত্ব গন অসহায় পরিবার গুলির সঙ্গে কথা বলেন এবং সমগ্র পরিস্থিতির বিষয়ে ব্লক ও পঞ্চায়েত প্রশাসনের কাছে তুলে ধরে যাতে  প্রাথমিক ভাবে মাথা গোঁজার জন্য কিছু ত্রিপল ও অন্যান্য সাহায্য পায়। তাছাড়া স্থানীয় ভাবে সাহায্য সহযোগিতার জন্য আবেদন করেছেন।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read