Select Language

[gtranslate]
১২ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার ২৮শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

মঙ্গলপুর মাতৃ সেবা সংঘের উদ্যোগে রক্তদান শিবির

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ১  ব্লকের  মঙ্গলপুর মাতৃ সেবা সংঘর শ্যামা পূজা উৎসবের সূচনা হল রক্তদান শিবির ও জন সেবার মাধ্যমে। শনিবার মঙ্গলপুর মাতৃ সেবা সংঘের আয়োজনে রক্তদান শিবির হলো। রক্তদান শিবিরের উদ্বোধন করেন এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ রোজিনা  বিবি, খাদ্য কর্মাধ্যক্ষউত্তম পাত্র , শিক্ষা কর্মধ্যক্ষ কৌশিক বারিক, রামনগর ১ পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার, বিশ্বরঞ্জন মিশ্র স্থানীয় পঞ্চায়েত প্রধান দীপিকা ভূঁইয়া, উপপ্রধান দীপক পয়ড়্যা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

    উপস্থিত অতিথিবৃন্দ  শুভেচ্ছা বিনিময় করলেন।  দীপক সার বলেন রক্তদান মহতি দান রক্তের সংকট চারিদিকে চলছে। এই রক্তদান শিবিরে অনেক মানুষ  উপকৃত হবে।  রক্তদান পাশাপাশি সবুজ অরণ্য তৈরি করতে হবে, পরিবেশকে সুস্থ রাখতে হবে। এই শিবিরে উপস্থিত হয়ে সকলের কাছে এই মূল্যবান বার্তা দিয়ে সুস্থ সমাজ এর পরিবেশ তৈরি করতে হলে অপরকে সহযোগিতা করতে হবে। বিধায়ক অখিল গিরি বলেন এই সংস্থা প্রতিবছর শ্যামা পূজার সময় বিভিন্ন রকম সামাজিক কর্মকান্ড ও সেবামূলক কাজকর্ম করে।সেই কারণে এই সংস্থাকে অভিনন্দন এবং তাদের পাশে থাকার বার্তা দেন। শিবিরে শতাধিক মানুষ রক্ত দান করেন। রক্ত সংগ্রহ করে কাঁথি ব্লাড ব্যাংক।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read