বাদামাইল গ্রামের শীতল সংঘের এবছর অষ্টম বর্ষের কালীপুজোর থিম – “আধারের আলো আঁধার”।
ক্লাবের পুজো কমিটির সদস্য কার্তিক সরকার জানিয়েছেন – এবছর আমাদের ক্লাবের অষ্টম বর্ষ। এবছর আমাদের কালীপুজোতে “আধারের আলো আঁধার” – থিমের মাধ্যমে পুজোমণ্ডপে আধার কার্ড সম্পর্কে প্রত্যন্ত গ্রামীণ এলাকার মানুষকে সচেতন করবার বিষয়টি ফুটিয়ে তোলা হবে।
প্রতিবছরই আমাদের ক্লাবের কালীপুজোতে অভিনবত্বের ছোঁয়া লক্ষ্য করা যায়। যার ফলে আমাদের ক্লাবের পুজোতে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে। অন্যান্য বছরের মতো এই বছরও পুজোতে পুজো মণ্ডপে আসার রাস্তা আলোকসজ্জায় ভরিয়ে তোলা হবে।
পুজো উপলক্ষ্যে প্রতি বছরের মতো এইবছরও পুজোর পরের দিন সকালে ক্লাবের পক্ষ থেকে প্রসাদ বিতরণের পর সারাদিনব্যাপী স্থানীয় এলাকার ছোট ছোট বাচ্চা ছেলে-মেয়েদের এবং গৃহবধূদের নিয়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের পাশাপাশি একটি সান্ধ্যকালীন বিচিত্রা অনুষ্ঠানেরও আয়োজন করা হবে।