Select Language

[gtranslate]
১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কাঁথি শিশুমহলে যোগাসন পরীক্ষা

বিগত বছরগুলির মতো এ বছরও কাঁথি শিশুমহলে বার্ষিক যোগাসন পরীক্ষা সম্পন্ন হল। আজ বঙ্গীয় সঙ্গীত কলা কেন্দ্রের পরিচালনায় কাঁথি ক্লাব গঙ্গাধর ভবনে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। নার্সারি থেকে সেভেন্থ ইয়ার পর্যন্ত বিভিন্ন বিভাগে কাঁথি শিশুমহল কেন্দ্র থেকে মোট ১৬১ জন পরীক্ষার্থী ছিল। পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন যোগ-প্রশিক্ষক,ভারত সরকারের আয়ুষ মন্ত্রকের জাতীয় বিচারক ও মূল্যায়নকারী, ফিজিওথেরাপিস্ট ডা. আলোক কুমার পাল। পরীক্ষা শুরুর পূর্বে ডা. পালকে শিশুমহলের তরফ থেকে সংবর্ধনা দেওয়া হয়। স্বাগত ভাষণ দেন সংস্থার সম্পাদক নটেন্দ্রনাথ মাঝি, শুভেচ্ছা জানান পরিচালন সমিতির অন্যতম সদস্য তথা কাঁথি ক্লাবের সভাপতি প্রকাশ চন্দ্র গিরি,ধন্যবাদ জানান যুগ্ম সহ-সম্পাদক প্রমথেশ মণ্ডল। ডা. পাল উপস্থিত অভিভাবক-অভিভাবিকা ও শিক্ষার্থীদের সামনে যোগাসন অনুশীলনের উপযোগিতা ও জীবন-জীবিকার ক্ষেত্রে যোগাসনের মান্যতা সম্পর্কে সংক্ষিপ্ত মনোজ্ঞ বক্তব্য রাখেন।

পরীক্ষা পর্ব পরিচালনা করেন সম্পাদক নটেন্দ্রনাথ মাঝি,যুগ্ম সহ-সম্পাদক প্রমথেশ মণ্ডল ও মহুয়া পণ্ডা, সহ-সভাপতি নিশীথ রঞ্জন মাইতি, প্রশিক্ষক দিব্যেন্দু ভূঞ্যা, সিতেশ পণ্ডা, প্রশিক্ষিকা সুনীতা দে সাঁতরা,পাপিয়া বর্মন, সুমতি বর্মন, সদস্য গৌরহরি দাস,সহযোগী সদস্যা সুপ্তি দত্ত,সাবিত্রী রাণা, তাপসী রায়,শুক্লা গিরি, সালমা খাতুন প্রমুখ।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read