শ্যামা পুজার দ্বিতীয় দিন শুক্রবার সন্ধ্যায় কাঁথির রাজদূত ব্যায়ামাগারের পুজা মন্ডপে সুনৃত্যাঙ্গনের বার্ষিক নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হল.অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের প্রাক্তন সমবায় মন্ত্রী তথা হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর.
সুনৃত্যাঙ্গনের ১৫তম বার্ষিক অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তমালতরু দাস মহাপাত্র,কাঁথি পৌরসভার কাউন্সিলার দেবাশীষ পাহাড়ি,কাঁথি পৌরসভার প্রাক্তন পৌর প্রশাসক হরিসাধন দাস অধিকারী,কাঁথি আদালতের পাবলিক প্রসিকিউটার আইনজীবি মঞ্জুর রহমান খান প্রমুখ.
এই মঞ্চেই রাজদূত ব্যায়ামাগারের পক্ষ থেকে দুস্থদের বস্ত্র দান করা হয়.উপহার সামগ্রী তুলে দেন রাজ্যের প্রাক্তন কারাগার মন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিল গিরি.
Author: ekhansangbad
Post Views: ২২