Select Language

[gtranslate]
২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সমাজসেবী শিক্ষক তেহেরান হোসেন সম্বর্ধিত

সমাজসেবী ও শিক্ষক তেহেরান হোসেনকে সম্বর্ধিত করলো রাজদূত ব্যায়ামাগার.প্রতিবছর শ্যামা পুজার সময় কাঁথির বিভিন্ন গুনীজন ও সমাজসেবীদের সম্মান জ্ঞাপন করে থাকে রাজদূত ব্যায়ামাগার.উল্লেখ এই বছর ৫৮তম বর্ষে পদার্পন করলো রাজদূত ব্যায়ামাগার.

শুক্রবার সন্ধ্যায় পেশায় প্রাথমিক শিক্ষক তেহেরান হোসেনকে সম্মানীয় করা হয়.তেহেরান হোসেন আলাদারপুট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক.শিক্ষাকতার পাশাপাশি রাজনীতির সাথেও যুক্ত তেহেরান.তবে সেই সব ছাপিয়ে যায় তাঁর মানব দরদি মনোভাব.

ফেয়ারফিল্ড এক্সিলেন্স নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে সমাজের পিছিয়ে পড়া মানুষদের সামাজিক ও শিক্ষার মান উন্নয়নে নিরলস কাজ করেছে তেহেরান হোসেন.মারন ভাইরাস করোনার প্রকোপের সময়ে কাঁথির বিভিন্ন প্রান্তের আর্ত মানুষের পাশে ছুটে গেছেন তেহেরান.

এদিন সন্ধ্যা রাজদূত ব্যায়ামাগারের মঞ্চে তাঁকে পুষ্প স্তবক-উত্তরীয় ও মানপত্র দিয়ে সম্মানিত করা হয়.রাজদূত ব্যায়ামাগারের এই উদ্যোগকে সাধূবাদ জানিয়েছেন সমাজসেবী শিক্ষক তেহেরান হোসেন

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read