কাঁথি শহরে ঐতিহ্যবাহী প্রয়াত নিখিলেশ নন্দের প্রতিষ্ঠিত রাজদূত ব্যামাগারের ৫৮ তম বর্ষের শ্যামা আরাধনা নানা সামাজিক অনুষ্ঠানের মধ্যে অন্যতম অনাথ শিশুদের গন ভাইফোঁটার আয়োজন। শিশুদের মধ্যে বিপুল উৎসাহে শুভ ভইফোঁটার দিনে ফরিদপুর বিবেকানন্দ লোকশিক্ষা নিকেতন পরিচালিত “মুক্তনীড়”,কাজলা জনকল্যাণ সংঘ পরিচালিত “তপবন”, ও কৃষ্ণনগর অনাথ আশ্রমের প্রায় দুই শতাধিক শিশু আবাসিকদের নিয়ে সম্প্রীতির মেলবন্ধনে বসে গন ভাইফোঁটার আসর।এদিন রাজদূত ব্যামাগারের সভাকক্ষে ভূমিকা মাইতি,সোনালী জানা, তমালিকা দাসেরা রবিবার সকালে মঙ্গল দীপ জ্বেলে ধান দুর্বা দিয়ে এই আশ্রমের শিশু আবাসিকদের ভাইফোঁটা দিয়ে বুঝিয়ে দিল তারা অনাথ নয়। তাদের পাশে এভাবেই বহু শুভ বুদ্ধি সম্পন্ন মানুষজন রয়েছে তাদের জীবনের এগিয়ে চলার পথে।
এই গণ ভাইফোঁটার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদিকা রাজ নন্দিনী নন্দ মিশ্র,সুস্মিত মিশ্র,বিশ্বজিৎ দত্ত, সতীনাথ দাস অধিকারী, পিন্টু গির, অজয় প্রধান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রখ্যাত আইনজীবী রামকৃষ্ণ পন্ডা। এই অনুষ্ঠানকে ঘিরে শিশুদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা যায়। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এটি দশম বর্ষের অনুষ্ঠান। সকল শিশুদের মঙ্গল কামনা করার জন্য এই শুভ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শেষে এক প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। এদিন সন্ধ্যায় দুস্থ মানুষজনদের বস্ত্র দেওয়া হয় বলে সংস্থার কর্ণধার রাজনন্দিনী নন্দ মিশ্র ও সুস্মিত মিশ্র জানিয়েছেন। আরো বলেন সোমবার প্রতিমা বিসর্জনের মাধ্যমে শ্যামা আরাধনা ও দিপাবলীর উৎসব হামাপ্তি হবে।