প্রদীপ কুমার সিংহ :- চিকিৎসার গাফিলতিতে এক বেসরকারি নার্সিংহোমে এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়ালো। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তগত বারুইপুর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের একটি বেসরকারি নার্সিংহোমে। মৃতার নাম রমজান মন্ডল(৫০)। বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুর থানা অন্তগত সোনারপুর চৌহাটি এলাকায়। পরিবারের সূত্রের খবর, সকাল থেকে রমজানে অনেকবার পটি করে। শেষের সকাল ১১ টা নাগাদ বারুইপুরে এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে পরিবারে লোকেরা। ভর্তি করার পর ডাক্তার ওই রোগীর চিকিৎসা পরিষেবা ঠিকমতো দেয়নি। প্রায় ৮ ঘন্টা পর ওই রোগীর মৃত্যু হয়। পরিবারের লোকেরা সঙ্গে সঙ্গে নার্সিংহোমে এসে চিকিৎসার গাফিলতির জন্য নার্সিংহোমের কর্মচারী ডাক্তারদের সঙ্গে বাঁধ অনুবাদ হয়। ফলে নার্সিংহোমের মধ্যে উত্তেজনা ছড়ায়। বহু মানুষ জড়ো হয় নার্সিংহোমের সামনে। আরো উত্তেজনা ছড়ালে বারুইপুর থানায় খবর যায়।
বারুইপুর থানার আধিকারিক সৌমজিৎ রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনীর নার্সিংহোমের সামনে আসে। প্রায় ঘন্টাখানেকের প্রচেষ্টায় পরিস্থিতি সামাল দেয় থানার আধিকারিক সৌমজিৎ রায়। খবর পেয়ে পরে বারুইপুরের এস ডি পি ও অতীশ বিশ্বাস ঘটনাস্থলে আসে। পরিস্থিতি সামাল দেয় তারাও। রাত্রি সাড়ে নটা নাগাদ রমজান মন্ডলের দেহ নার্সিংহোম থেকে বার করে তার চৌহাটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। তবে এই ব্যাপারে থানায় কোন অভিযোগ দেয়নি মৃতার বাড়ি মানুষেরা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী একটি দল এসে পরিস্থিতি সামাল দেয়। পরে আস্তে আস্তে নার্সিংহোমের সামনে দিয়ে মানুষেরা চলে যায়। যদিও বারুইপুর থানার পক্ষ থেকে নার্সিংহোমের সামনে আর প্রায় ঘন্টা তিনেক পুলিশের পিকেটিং ছিল।