Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ডিজে বক্স সেট আটক করে তিনজন অপারেটরকে গ্রেফতার করল পুলিশ

শব্দ দানাবের  তাণ্ডব রূখতে কাঁথি থানার পুলিশ তৎপর।গতকাল সোমবার রাতে অভিযান চালিয়ে তিনটি ডিজে বক্স সেট আটক করে তিনজন অপারেটরকে গ্রেফতার করেছে কাঁথি থানার পুলিশ। কাঁথি থানার আইসি প্রদীপ কুমার দান জানিয়েছেন সরকারি নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ডিজে বক্সের যথেচ্ছ ব্যবহার করছিল কালীপূজা কমিটিগুলো। তাছাড়াও প্রতিমা বিসর্জনের সময় এই ডিজে বক্স ব্যবহার করেন শহর তোলপাড় করেছিল।

অতিষ্ঠ হয়ে উঠেছিল শহরের অসুস্থ এবং বয়স্ক মানুষজন। তাদের বারবার নিষেধ করা সত্ত্বেও ডিজে বক্স ব্যবহার করছিল।সেই কারণে পুলিশ অভিযান চালিয়ে তিনটি ডিজে বক্স সেট আটক করে তিনজনকে গ্রেফতার করেছে। ধৃতদের আজ কাঁথি মহাকুম আদালতে তোলা হয়।পুলিশের এই ভূমিকা কে কাঁথি শহরবাসী অভিনন্দন জানিয়েছে। উল্লেখ্য রবিবার রাতে বিসর্জনের শোভাযাত্রা থেকে চারটি ডিজে বক্স সেট আটক করে চারজন অপারেটরকে গ্রেফতার করেছিল। আইছি জানিয়েছেন এই ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read