সাইবার হ্যাকারদের হানায় ছাত্রছাত্রীদের ট্যাব কেনার জন্যে রাজ্য সরকারের দেওয়া টাকা গায়েবের ঘটনায় প্রধান শিক্ষকদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। জানা গেছে পূর্ব মেদিনীপুর জেলায় চারটি স্কুলে মোট ৬৪ জন পড়ুয়ার তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা আত্মসাৎ করেছে সাইবার অপরাধীরা।
বাংলার শিক্ষা পোর্টালে ছাত্রছাত্রীর নাম ও অ্যাকাউন্ট নম্বর সরিয়ে হ্যাকাররা নিজেদের অ্যাকাউন্ট নম্বর এন্ট্রি করে দেয়। চণ্ডীপুর থানার মুরাদপুরে বিবেকানন্দ বিদ্যাপীঠ, দিবাকরপুর হাইস্কুল, নন্দকুমার থানার ব্যবত্তারহাট আদর্শ হাইস্কুল ও মহিষাদলের নাটশাল হাইস্কুলের একাদশ ও দ্বাদশের মোট ৬৪জন পড়ুয়া প্রতারিত। মাথাপিছু ১০হাজার টাকা করে মোট ৬লক্ষ ৪০ হাজার টাকা হ্যাকারদের অ্যাকাউন্টে চলে গিয়েছে। এই ঘটনায় ওই চার উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকদের বিরুদ্ধে তমলুক থানায় এফআইআর করেছেন ডিআই (মাধ্যমিক)। তবে এ বিষয়ে ডিআই শুভাশিস মিত্র জানান এখনো পর্যন্ত চারটে স্কুল পাওয়া গেছে তাই চারটে স্কুলের বিরুদ্ধে অভিযোগ হয়েছে, আমরা আজকে আবারও বলছি যেহেতু এটা ছাত্রছাত্রীদের বেনিফিট পাওয়ার বিষয় তাই সমস্ত স্কুল আজকের মধ্যে বা আগামীকাল এর মধ্যে স্টুডেন্টদের অ্যাকাউন্ট এবং যে একাউন্টে টাকা পাঠানো হয়েছে সেই অ্যাকাউন্ট একই কিনা বৃহস্পতিবার এর মধ্যে জানাতে হবে তাহলে আমরা ব্যবস্থা নেব।
তবে এই বিষয়ে ব্যবতারহাট আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানস ধাড়া খুবই দুঃখের সঙ্গে জানিয়েছেন ট্যাব ডিস্ট্রিবিউশন নিয়ে যে ঘটনা ঘটে গেল সেটি অনভিপ্রেত, আমি ব্যক্তিগতভাবে মর্মাহত পেইনফুল।
বুধবার দুপুর থেকেই জেলায় একাধিক স্কুলে এই ট্যাব বিতরণের সমস্যা নিয়ে লিখিতভাবে পূর্ব মেদিনীপুর ডি আই অফিসে অভিযোগ জানান।