Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভাড়া বাড়িতে মধুচক্র চালানোর অভিযোগে গ্রেফতার ৩

ভাড়া বাড়িতে রমরমে চলছিল মধুচক্রের আসর।  আচমকা পুলিশ হানা দিয়ে আপত্তিকর অবস্থায় দুই মক্ষীরানীকে  উদ্ধার করে।পাশাপাশি এক মহিলা সহ তিনজনকে গ্রেফতার করেছে ভূপতিনগর থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে বাজকুলের একটি ভাড়াবাড়িতে দীর্ঘদিন ধরে চলছিল রমরমে এই মধুচক্রের আসর। সূত্রের খবর রামরমিয়ে এই মধুচক্র  চালাত এক মহিলা। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং দুজন যুবককে গ্রেফতার করেছে। উদ্ধার হওয়া মক্ষীরানিদের এবং ধৃত তিনজনকে আজ কাঁথি মহকুমা আদালতের তোলা হয়। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানালে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দেন।  উদ্ধার হওয়া মক্ষীরাণীদের গোপন জবানবন্দীর পর হোমে পাঠানোর নির্দেশ দেন বিচারক। 

অভিযোগ দীর্ঘদিন ধরে এই অবৈধ দেহ ব্যবসা চলছিল বলে স্থানীয় সূত্রে জানা যায়। এই নিয়ে এলাকাবাসী ক্ষুব্ধ ছিল। পুলিশের এই ভূমিকা কে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন। ধৃতরা হল ভূপতিনগর থানার সৈদুল্লাহচকের রাখি জানা, ভগবানপুর থানার কোপ্তাবাড়ি এলাকার বাসিন্দা কৃষ্ণ প্রসাদ দাস, খেজুরি থানার দক্ষিণ কলমদান এলাকার বাসিন্দা শিব শংকর জানা বলে পুলিশ সূত্রে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read