লেনিনের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন সিপিএমের জেলা সম্পাদক নিরঞ্জন সিহি, রাজ্য কমিটির সদস্য হিমাংশু দাস, জেলা সম্পাদক মন্ডলীর সদস্যা ও মহিলা নেত্রী রিতা দত্ত, জেলা সম্পাদক মন্ডলী সদস্য ও পার্টির শিক্ষক নেতা মহাদেব মাইতি প্রমুখ।
জানা গেছে এদিন পূর্ব মেদিনীপুর জেলায় সিপিএমের ৩৩টি এরিয়া কমিটি এবং ৭১২টি শাখা এলাকায় যথাযথ মর্যাদার সঙ্গে দিনটি পালিত হচ্ছে । তাছাড়া ৭ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত এলাকায় নভেম্বর বিপ্লব দিবসের তাৎপর্য- বিষয়ে আলোচনা সভা, পার্টি শিক্ষা শিবির, পোস্টার প্রদর্শনী, গণশক্তি পত্রিকা বিক্রয় ও প্রচার অভিযান, শাখা সম্মেলন, সভা সহ নানাবিধ কর্মসূচি রয়েছে।
পার্টি কেন্দ্র গুলিতে লেনিনের ছবি সম্বলিত ফ্লেক্স, ফেস্টুন ও লাল ঝান্ডা সহ লাল আলোক মালায় সাজিয়ে তোলা হয়েছে। নিরঞ্জন সিহি বলেন বর্তমান দেশের অর্থনৈতিক ,সামাজিক ও রাজনৈতিক অস্থির পরিস্থিতির সামনে দাঁড়িয়ে ধর্মনিরপেক্ষতা রক্ষার ক্ষেত্রে এবং দেশ ও দেশের মানুষের খেয়ে পরে বাঁচার স্বার্থে– বামপন্থীদের আপোসহীন লড়াই শক্তিশালী করতে এবং মতাদর্শ ও রাজনীতির উপর ভিত্তি করে শ্রেণীহীন সমাজ গড়ে তোলার লক্ষ্যে প্রতিদিনের লড়াই সংগ্রামের সঙ্গে যুক্ত থাকার দিশারী হচ্ছে নভেম্বর বিপ্লবের ইতিহাস।তাই এ দিনটি পালনের ক্ষেত্রে সমগ্র জেলা জুড়ে পার্টি কমরেড ও সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।