পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার অন্তর্গত জিঞাদা বাজারে শুক্রবার ভোর রাতে সমীর সামন্ত নামে এক স্বর্ণ ব্যবসায়ীর দোকান চুরি হয়।
জানা গেছে বৃহস্পতিবার রাত্রি সাড়ে আটটা নাগাদ সমীর বাবু দোকান বন্ধ করে পাশের উত্তর জিঞাদা গ্রামের বাড়ি যায়। আজ সকালে দোকান খুলতে এসে দেখে দোকানের চাবিতালা ভাঙা। দোকান খুলে দেখে সি সি ক্যামেরার হার্ডিক্স নেই। ইলেকট্রিক লাইন কাটা। দোকানে গচ্ছিত থাকা ৩৫ থেকে ৪০ গ্রাম সোনা, ১৩০০ গ্রাম রূপা, ৭০ থেকে ৮০ হাজার টাকা নেই। এরপর পাঁশকুড়া থানায় খবর দেওয়া হলে পুলিশ আসে তদন্তে।
এলাকার ‘নাগরিক সুরক্ষা কমিটি’র মুখপাত্র নারায়ণ চন্দ্র নায়ক বলেন, গত বছর ২০ নভেম্বর জিঞাদা বাজারের এক স্বর্ণ ব্যবসায়ী উত্তর জিঞাদার সমীর পড়িয়া দোকান থেকে বাড়ি ফেরার সময় দুষ্কৃতকারীদের হাতে খুন হয়েছিল। এবং তার কাছে থাকা বিপুল পরিমাণ সোনা নিয়ে চম্পট দিয়েছিল ওই দুষ্কৃতকারীরা। ওই খুনের ঘটনার প্রায় এক বছরের মাথায় ফের ওই বাজারে সোনা দোকান চুরি হল। আমরা অবিলম্বে প্রয়োজনীয় তদন্ত করে ঘটনার সাথে যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।