শব্দ দূষণ রুখতে কাঁথি থানার পুলিশ জোর কদমে অভিযান চালাচ্ছে। ৬ টি ডিজে বক্স আটক করে অপারেটরকে গ্রেফতারের পরেও গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে একটি ডিজে বক্স সেট আটক করলো। অপারেটরকে পাওয়া যায়নি বলে মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন কাঁথি থানার আইসি প্রদীপ কুমার দান।
তিনি আরো জানিয়েছেন শব্দ দূষণের মাত্রা বৃদ্ধি মানুষকে অতিষ্ট করে তুলছে। সেই কারণে সরকারি নির্দেশ মেনে ডিজে বক্সগুলোকে বন্ধ করার জন্য অভিযান চালানো হচ্ছে। এই অভিযান নিরন্তর ভাবে চলবে। এখানে কোন রকম সমঝোতা করা হবে না। এই অভিযানকে কাঁথি শহরবাসী অভিনন্দন জানিয়েছেন। শহরে এই দাপট বন্ধ করা গেলেও গ্রামের দিকে ডিজে বক্সের দাপটে অতিষ্ঠ হয়ে উঠছে সাধারণ মানুষ। সমস্যায় পড়ছে অসুস্থ রোগী, শিশু এবং বয়স্ক মানুষজন। সংবাদ মাধ্যমের মাধ্যমে গ্রাম্য এলাকায়ও এই ধরনের অভিযান চালানোর আবেদন জানাচ্ছে বহু মানুষ।