প্রদীপ কুমার সিংহ :- পশ্চিমবাংলার চন্দননগরের জগদ্ধাত্রী পূজা আরম্ভ হয়ে গেছে বৃহস্পতিবার থেকে। সেখানে ষষ্ঠী থেকে আরম্ভ হয় দশমী পর্যন্ত চলে। এই পুজোকে কেন্দ্র করে বিশাল ভিড় হয় হুগলি জেলার চন্দননগরে। জগদ্ধাত্রী পূজার মূল আকর্ষণ হয় এই চন্দননগরেই। কিন্তু চন্দননগর ছাড়া অন্যান্য বিভিন্ন জেলার জগদ্ধাত্রী পুজো আরম্ভ হয় শুধু নবমীর দিন। সেই অনুযায়ী এখনো অনেক জায়গা প্যান্ডেল তৈরি হচ্ছে এবং ঠাকুরও তৈরি হচ্ছে। বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর আটঘরা এলাকায় সীমন্ত শিল্পালয় এবার জগদ্ধাত্রী ঠাকুর প্রায় ৬থেকে ৭টি মত।
এখানকার মৃৎশিল্পী বিকাশ মণ্ডলের সঙ্গে কথা বলে জানা যায় উত্তরভাগ থেকে মাটি নিয়ে এসে তিনজন কারিগর দ্বারা এই ঠাকুর তৈরি করছে। বারুইপুর,সোনাপুর সহ বিভিন্ন জায়গায় একটি ঠাকুর যাবে। ঠাকুর দাম ৯ হাজার টাকা থেকে আরম্ভ। ঠাকুরের সাইজ অনুযায়ী দাম হয়। যেহেতু সবে কালী পূজা গেছে তাই অল্প করে ঠাকুর বানাচ্ছে। বেশিরভাগ অর্ডার অনুযায়ী ঠাকুর তৈরি হয় এখানে।