Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আই এন টি টি ইউ সি র আয়োজনে বিজয়া সম্মেলনী সভা

কাঁথি সাংগঠনিক জেলা আই এন টি টি ইউ সি র আয়োজনে আজ বিজয়া সম্মেলনী সভায় হল। সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা  বিধায়ক উত্তম বারিক । সঙ্গে উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি  পীযূষকান্তি পন্ডা,  কাঁথি সাংগঠনিক জেলা আই এন টি টি ইউ সি র সভাপতি বিকাশ বেজ , কাঁথি সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী রিজিয়া বিবি, কাঁথি মহকুমা মৎস্যজীবি উন্নয়ন সমিতির চেয়ারম্যান ও রাজ্য আই এন টি টি ইউ সি  র সম্পাদক আমিন সোহেল  , কাঁথি সাংগঠনিক জেলার মুখপাত্র অপরেশ সাঁতরা , কাঁথি ৩ ব্লকের সভাপতি নন্দদুলাল মাইতি , বিশিষ্ট শিক্ষক  ইমরান আলী খান , বিশিষ্ট নেতৃত্ব  দূর্গাপদ পাহাড়ি  সহ প্রমুখ নেতৃত্ব।।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read