কাঁথি শহর সহ জেলার বিভিন্ন প্রান্তে ছট পুজো অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার বিকেলে কাঁথি শহরের সাধু-জানা পুকুর পাড়ে এই পুজোর জাকজমক পূর্ণভাবে আয়োজন করা হয়। সূর্যাস্তের মুখে সূর্য দেবতার পুজো উঠলেন ব্রতীরা। উপস্থিত ছিলেন কাঁথির মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাস, কাঁথি থানার আইসি প্রদীপ কুমার গান প্রমুখ। কাঁথি পুরসভার পুরো প্রধান সুপ্রকাশ গিরি ছট পুজোর অভিনন্দন জানিয়ে বলেন এটিও এখন বাঙ্গালীদের অনুষ্ঠান হয়ে দাঁড়িয়েছে।
এছাড়াও বৃহস্পতিবার হলদিয়ার আই টি আই মাঠে হলদিয়া পুরসভার শংকর লোচন সেবা সমিতির ব্যবস্থাপনায় ছট পূজার অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ সূচনা করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা হলদিয়া উন্নয়ন পর্ষদের সভাপতি জ্যোতির্ময় কর। উপস্থিত ছিলেন মহিষাদল এর বিধায়ক তিলক চক্রবর্তী, নন্দকুমারের বিধায়ক সুকুমার দে, দুর্গাচক থানার ওসি গোপাল পাঠক, সুপ্রভাত চট্টোপাধ্যায়, মিলন মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যায়। এছাড়াও কোলাঘাট ব্লকের রূপনারায়ণ নদীতে ছট পূজার অনুষ্ঠান সাড়ম্বরে পালিত হয়। এই অনুষ্ঠানকে ঘিরে পুলিশি নিরাপত্তা ছিল কঠোর। এই অনুষ্ঠানকে ঘিরে জেলা সর্বত্র মানুষের মধ্যে উন্মাদনার সৃষ্টি হয়।