পাঞ্চালীর কাব্যতীর্থের বার্ষিক আনন্দসন্ধ্যা অবিভক্ত মেদিনীপুর জেলার বিশিষ্ট বাচিকশিল্পী পাঞ্চালী চক্রবর্তীর আবৃত্তি ও শ্রুতিনাটক প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘পাঞ্চালীর কাব্যতীর্থর ‘বার্ষিক আনন্দসন্ধ্যা’ অনুষ্ঠিত হল স্থানীয় ফিল্ম সোসাইটি সভাগৃহে।প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠানের সূচনা করেন বর্ষীয়ান আবৃত্তিকার অমিয় পাল ও এই প্রজন্মের বিশিষ্ট সাহিত্যিক নির্মাল্য মুখোপাধ্যায়।উপস্থিত ছিলেন জয়ন্ত সাহা, বিশ্বেশ্বর সরকার, অভিনন্দন মুখোপাধ্যায়, সিদ্ধার্থ সাঁতরা, ভারতী বন্দ্যোপাধ্যায়, চন্দন বসু, সত্যব্রত দোলই, প্রণব চক্রবর্তী,অখিলবন্ধু মহাপাত্র সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।
প্রতিষ্ঠানের কচিকাঁচা থেকে শুরু করে বয়োঃজ্যেষ্ঠ সব শিক্ষার্থীরাই আবৃত্তি ও শ্রুতিনাটক পরিবেশন করেন।
আমন্ত্রিত স্বনামধন্য বাচিকশিল্পী দেবাশিস চক্রবর্তী ও পাঞ্চালী চক্রবর্তী পরিবেশিত শ্রুতিনাটকটি সকলের মন জয়ে করে নেয়। এছাড়াও আমন্ত্রিত শিল্পী হিসেবে আবৃত্তি পরিবেশন করেন মেদিনীপুর শহর তথা জেলার একঝাঁক স্বনামধন্য বাচিশশল্পী।সমগ্ন অনুষ্ঠানের গ্রন্থিবন্ধনের দায়িত্বে ছিলেন দুই বিশিষ্ট সঞ্চালিকা ঈশিতা চট্টোপাধ্যায় এবং শতাব্দী গোস্বামী।অনুষ্ঠানটির মূল ভাবনা ও পরিচালনায় ছিলেন প্রতিষ্ঠনের অধ্যক্ষা পাঞ্চালী চক্রক্রবর্ত্তী।