পূর্ব মেদিনীপুর জেলা বন বিভাগ এবং জোনাকি চ্যারিটেবল ট্রাস্ট এর যৌথ উদ্যোগে খেজুরীর বিদ্যাপীঠ, জনকা, শ্যামপুর, রসুলপুরে বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করা হলো | পরিবেশের বাস্তুতন্ত্রের তিনটি স্তম্ভের মধ্যে বন্যপ্রাণী একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ | এই তিনটি স্তম্ভ একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত | এই তিনটি স্তম্ভের মধ্যে যেকোনো একটি স্তম্ভের অস্তিত্ব ক্ষতিগ্রস্ত হলে, তিনটি স্তম্ভেরি অস্তিত্ব ক্ষতিগ্রস্ত হবে | পরিবেশের অস্তিত্ব সংকটের যেমন কিছু প্রাকৃতিক কারণ রয়েছে, তার চেয়েও বেশি কারণ রয়েছে মানুষের জন্যই | মানুষের কারণেই আজকের পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে | বিশেষ করে আমরা বন্যপ্রাণীদের শিকারের মধ্য দিয়ে জীববৈচিত্র্যের ভারসাম্য নষ্ট করছি | এই বিষয়গুলোতে মানুষকে সচেতন করানোর জন্য আজকের আমাদের এই প্রচার অভিযান |
বিশেষ করে শীতের এই মরশুমে বিদেশ থেকে পরিযায়ী পাখিরা আসতে শুরু করেছে | তারা আমাদের অতিথি| আর এই সময় কিছু অসাধু ব্যক্তি তাদেরকে শিকার করার জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে| ওরা বুঝতে পারছে না যে বন্যপ্রাণীদের জন্য আমরা সকলেই টিকে আছি | সেই বিষয়ে সকলকে সতর্ক করার জন্য আমাদের আজকের এই প্রচার অভিযান | যদি এলাকায় কোথাও এমন কোন অসাধু ব্যক্তিকে দেখতে পান | তাহলে অবশ্যই বনদপ্তর কিংবা আমাদেরকে খবর দেবেন | আজকের এই প্রচার অভিযানে উপস্থিত ছিলেন খেজুরির প্রাক্তন বিধায়ক কৃষিবিজ্ঞানী ডক্টর রামচন্দ্র মন্ডল , খেজুরির মুখ পত্রিকার সম্পাদক সুব্রত কুমার মাঝি , শতদল ভূঁইয়া , বনদপ্তর থেকে উপস্থিত ছিলেন অমর শীট ,জোনাকির কর্ণধার সেক আসমত প্রমুখ