Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি

প্রদেশ কংগ্রেসের ঘোষিত কর্মসূচি অনুযায়ী পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বিভিন্ন বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ সকাল ৮ টা ৩০ মিনিট থেকে  ৯টা ৩০ মিনিট পর্যন্ত  বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
জেলা কংগ্রেসের সভাপতি মানস করমহাপাত্র হেঁড়িয়া বাজারে  বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বলেন, সাধারণ মানুষের শান্তিতে নুন লঙ্কা পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খাওয়ার উপায় নেই। লবণের দাম বেড়েছে, পেঁয়াজ আর কাঁচালঙ্কা মহার্ঘ্য। বাংলায় এত আলু উৎপাদন হয় তবুও সাধারণ মানুষের জন্য আলুর দাম মানুষের আয়ত্বের বাইরে। শাকসবজি মসলাপাতি সব জিনিসের অস্বাভাবিক দাম বেড়েছে। ওষুধের দাম এতো বেড়েছে যে মানুষ তার তার ন্যূনতম খাদ্য সামগ্রীর পরিমাণ কমিয়ে ওষুধ কিনছে। লাগামছাড়া মূল্যবৃদ্ধির কারণে শিশু থেকে বৃদ্ধ সবাই অপুষ্টিতে ভুগছে। এর জন্য কেন্দ্র ও রাজ্য সরকার উভয়েই সমানভাবে দায়ী। মানস বাবু ছাড়াও এই কর্মসূচিতে বক্তব্য রাখেন খেজুরি এক নম্বর ব্লক কংগ্রেসে সভাপতি মনোরঞ্জন জানা, কংগ্রেস নেতা দীপক মাইতি, আলোক লতা জানা, নারায়ণ দাস প্রমুখ।

হলদিয়া শিল্প শহরে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ সভা  হলদিয়া শহর কংগ্রেস কমিটির উদ্যোগে গান্ধী নগর কালির বাজারে সংগঠিত হোল, উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রণব দাস,  শ্রমিক নেতা সুদর্শন মান্না, মহিলা নেত্রী কাজল দাস , তনুশ্রী দাস, কংগ্রেস নেতা সুকুমার  মাইতি,  গৌতম নায়েক সহ অন্যান্য নেতৃত্ব ও কংগ্রেসের সমর্থক

কোলাঘাট ব্লক কংগ্রেসের কর্মীবৃন্দ বরদাবাড় বাজারে একটি পথসভায় দ্রব্য মূল্যের অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদ জানান । উপস্থিত ছিলেন  সুরজিৎ মাইতি,ব্লক সভাপতি দ্বয়,দীপক কুমার পাত্র এবং গোপাল পাল, পঞ্চায়েত সমিতির সদস্যা সুবর্ণা সাউ, মাননীয় শুভদীপ রায়, ভগপুর অঞ্চল সভাপতি সেক আয়ুব, পুলশিটা ও সাগরবাড় অঞ্চলের কর্মীবৃন্দ।


এগরা বাজারে জেলা কংগ্রেসের সম্পাদক মিন্টু দাশ, এগরা মহকুমা কংগ্রেসের সভাপতি আল্পনা পট্টনায়েক, এগরা শহর কংগ্রেস  সভাপতি অশোক মহাপাত্রের নেতৃত্বে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।


পশ্চিম বঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতির নির্দেশে সারারাজ‍্য ব‍্যাপী নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল‍্যের অস্বাভাবিক মূল‍্যবৃদ্ধির প্রতিবাদে মহিষাদল ব্লক কংগ্রেসের পক্ষ থেকে মহাশয়ের নেতৃত্বে।
মহিষাদল বাজারে বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হলদিয়া মহকুমা কংগ্রেস সভাপতি শশাঙ্ক শেখর মাজী, ব্লক কংগ্রেস সভাপতি তাপস কুমার মাইতি, সহ-সভাপতি বকুল কুমার মাইতি, সাধারণ সম্পাদক সন্তোষ গোস্বামী সহ রায়নাল ফিরদৌস, সুজিত দাস, গৌরহরি আদক, দিলীপ গাড়ু, মৃনাল কান্তি পট্টনায়েক, মফিজুল মির্জা, বিজয় দাস,শুভঙ্কর পট্টনায়েক,অজিত মিশ্র ।
ভগবানপুর ১ ব্লকের মির্জাপুর বাস স্টপ বাজারে। প্রতিবাদ কর্মসূচিতে পথসভা সংগঠিত হয় পথসভায় সভাপতিত্ব করেন ব্লক কংগ্রেস সভাপতি অসিত পাত্র। বক্তব্য রাখেন পিসিসি সদস্য বিশ্বরঞ্জন মন্ডল,জেলা কিষান কংগ্রেস চেয়ারম্যান,সুব্রত মহাপাত্র, আইএনটিইউসি নেতা রাজেন্দ্রনাথ মাভৈ,কাজলাগড় অঞ্চল কংগ্রেস সম্পাদক দিলীপ প্রধান প্রমুখ।

তমলুক ব্লকের অন্তর্গত হরিদাসপুর বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন তমলুক ব্লক কংগ্রেস কমিটির সভাপতি  তপন মাইতি, জেলা কংগ্রেস কমিটির কোষাধ্যক্ষ মৃত্যঞ্জয় ভট্টাচার্য, সম্পাদক শ্রী জয়ন্ত চৌধুরী।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read