Select Language

[gtranslate]
২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গদি বাঁচাতে মিথ্যাচার করছে শুভেন্দু:সুফিয়ান

রবিবার সকালে নন্দীগ্রামের শহীদ স্মরণ সভাকে ঘিরে কার্যত উত্তেজনা ছড়ালো।১০ নভেম্বর অপারেশন সূর্যোদয়ের বর্ষপূর্তির স্মরনকে ঘিরে তৃনমূল ও বিজেপির পৃথক পৃথক কর্মসূচী ছিলো।এদিন প্রথমে বিজেপির কর্মী সমর্থকদের সাথে শহীদ স্তম্ভে এসে শ্রদ্ধাজ্ঞাপন করে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।এর পরে শহীদ বেদীতে শ্রদ্ধাজ্ঞাপন করতে আসে তৃনমূল । শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের আগে প্রথমে শহীদ বেদী সহ পুরো এলাকা গঙ্গা জল দিয়ে ধুয়ে দেয় তৃনমূল কর্মী সমর্থকেরা।

এদিন তৃণমূলের শহীদ স্মরণ সভা মঞ্চে স্থানীয় প্রায় সকল নেতা-নেত্রীরা থাকলেও দেখা যায়নি কোন রাজ্য স্তরের নেতাকে।স্মরন সভার আগে গঙ্গাজল দিয়ে শহীদ বেদী ধোয়ার প্রসঙ্গে নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ান বিজেপিকে আক্রমণ করে বলেন ২০০৭ সালের ১০ নভেম্বর  জমি রক্ষার আন্দোলনকারীদের  যারা খুনি, তাদেরকে নিয়ে শুভেন্দু অধিকারী শহীদদের উদ্দেশ্যে মাল্যদান করলেন। তাই শহীদদের আত্মারা কষ্ট পাচ্ছে।

শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করলেও এদিনের মঞ্চে দেখা যায়নি তৎকালীন ভূমি রক্ষা আন্দোলনের অন্যতম মুখ দেবাশীষ দাস,অশোক করণকে। এই নিয়ে বোমা ফাটান সুফিয়ান।বিজেপি নেতা হলেও বিজেপির মঞ্চে না দেখা যাওয়া নিয়ে সুফিয়ান বলেন শুভেন্দু অধিকারীর প্রতি ঘেন্নায় তাদের মঞ্চে দেখা যায়নি।যদিও  দেবাশীষ দাস অশোক করণ কে পরে আলাদাভাবে মঞ্চে শ্রদ্ধা জ্ঞাপন করতে দেখা যায়। পরে দেবাশীষ দাস বলেন বিজেপির তরফ থেকে তারা আমন্ত্রিত ছিলেন না। তাই তারা পরে আলাদাভাবে মাল্যদান করেছেন সাধারণ মানুষ হিসেবে।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুফিয়ান বলেন মানুষ বিজেপি কিংবা শুভেন্দু অধিকারীর সাথে নেইতৃণমূলের শহীদ স্মরণ সভা মঞ্চে দেখা যায়নি কোন রাজ্য স্তরের নেতাকে। নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ান বিজেপিকে আক্রমণ করে বলেন যারা শহীদ করল যারা খুনি, তাদেরকে নিয়ে শুভেন্দু অধিকারী শহীদদের উদ্দেশ্যে মাল্যদান করলেন। শহীদদের আত্মারা কষ্ট পাচ্ছে। বিজেপির মঞ্চে দেখা যায়নি তৎকালীন ভূমি রক্ষা আন্দোলনের অন্যতম মুখ দেবাশীষ দাস,অশোক করণকে। এই নিয়ে বোমা ফাটান সুফিয়ান।বিজেপি নেতা হলেও বিজেপির মঞ্চে না দেখা যাওয়া নিয়ে সুফিয়ান বলেন শুভেন্দু অধিকারীর প্রতি ঘেন্নায় তাদের মঞ্চে দেখা যায়নি। দেবাশীষ দাস অশোক করণ কে পরে আলাদাভাবে মঞ্চে শ্রদ্ধা জ্ঞাপন করতে দেখা যায়। পরে দেবাশীষ দাস বলেন বিজেপির তরফ থেকে তারা আমন্ত্রিত ছিলেন না। তাই তারা পরে আলাদাভাবে মাল্যদান করেছেন সাধারণ মানুষ হিসেবে।তাই নিজের গদি বাঁচিয়ে রাখতে শুভেন্দু অধিকারীকে মিথ্যাচার করতে হচ্ছে,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে নোংরা ভাষায় আক্রমন করতে হচ্ছেতৃণমূলের শহীদ স্মরণ সভা মঞ্চে দেখা যায়নি কোন রাজ্য স্তরের নেতাকে। নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ান বিজেপিকে আক্রমণ করে বলেন যারা শহীদ করল যারা খুনি, তাদেরকে নিয়ে শুভেন্দু অধিকারী শহীদদের উদ্দেশ্যে মাল্যদান করলেন। শহীদদের আত্মারা কষ্ট পাচ্ছে। বিজেপির মঞ্চে দেখা যায়নি তৎকালীন ভূমি রক্ষা আন্দোলনের অন্যতম মুখ দেবাশীষ দাস,অশোক করণকে। এই নিয়ে বোমা ফাটান সুফিয়ান।বিজেপি নেতা হলেও বিজেপির মঞ্চে না দেখা যাওয়া নিয়ে সুফিয়ান বলেন শুভেন্দু অধিকারীর প্রতি ঘেন্নায় তাদের মঞ্চে দেখা যায়নি। দেবাশীষ দাস অশোক করণ কে পরে আলাদাভাবে মঞ্চে শ্রদ্ধা জ্ঞাপন করতে দেখা যায়। পরে দেবাশীষ দাস বলেন বিজেপির তরফ থেকে তারা আমন্ত্রিত ছিলেন না। তাই তারা পরে আলাদাভাবে মাল্যদান করেছেন সাধারণ মানুষ হিসেবে।আসন্ন বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী এর উত্তর পেয়ে যাবে বলেও তিনি দাবি করেনফ

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read