Select Language

[gtranslate]
২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দোকান তৈরিকে ঘিরে রণক্ষেত্র দীঘায়

একটি দোকান করাকে কেন্দ্র করে রণক্ষেত্র চেহারা নিল নতুন দিঘার ক্ষণিকা মার্কেট। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি দোকান ভাঙচুর এবং অগ্নি সংযোগের মতন ঘটনা ঘটেছে বলে অভিযোগ ।খবর পেয়ে ঘটনাস্থলে যায়  বিশাল পুলিশ বাহিনী। সেইসঙ্গে দিঘা শংকরপুর উন্নয়ন পরিষদের কর্মীরা।

জানা যায় নতুন দিঘার ক্ষনিকা মার্কেটে ডলি দাস মহাপাত্র ও তাঁর স্বামী জগদীশ দাস মহাপাত্র একটি দোকান তৈরি করছিলেন। দীর্ঘদিন ধরে এই দোকান তৈরিকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসা কমিটির পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছিল। সেই সঙ্গে স্থানীয় দোকানদার সন্ধ্যা রানী চন্দ্র অভিযোগ করছিলেন যে বেআইনি ভাবে ওই দোকানদার দোকান তৈরি করছেন।

জানা গেছে আজ সকালে যখন ডলি মহাপাত্র তার কর্মীদের নিয়ে দোকান তৈরি করছেন তখনই ব্যবসায়ী কমিটির এবং সন্ধ্যা রানী চন্দ্র উভয় মিলে এই দোকান বন্ধ করার কথা বললে  দুই পক্ষের মধ্যে বচসা বেঁধে যায়। উত্তেজনা ছড়ালে ক্ষণিকা মার্কেটে ব্যবসায়ীরা ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশও ঘটনাস্থলে পৌঁছায় ।জানা গেছে উত্তেজনা চ্রমে উঠলে পুলিশের সঙ্গে ব্যবসায়ী কমিটির বাগ বিতন্ডা হাতাহাতি ঠেলাঠেলি এবং দোকান ভাঙচুরের মতন ঘটনা ঘটে ।

এমনকি অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলেও অভিযোগ। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।এলাকাবাসীর দাবি পরিস্থিতি স্বাভাবিক থাকলেও এলাকায় চাপা উত্তেজনা তৈরি হয়েছে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News