Select Language

[gtranslate]
২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আল-ফাকিমা একাডেমির  বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

এটা একটা উচ্চমানের শিক্ষা প্রতিষ্ঠান। যেটা হচ্ছে আল- ফাকিমা একাডেমি। হাইমাদ্রাসা পরীক্ষায় রাজ্যের মধ্যে স্থান লাভ করেছে। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির গিমাগেড়্যা এডুকেশন ট্রাস্ট আয়োজিত আল-ফাকিমা একাডেমির  বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনটাই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করছে। এরা মানুষ তৈরি করছেন। ২০১০ সালে এই প্রতিষ্ঠান চলার পথ শুরু করেছে। এর ভবিষ্যৎ পরিকল্পনা অনেক রয়েছে। ছেলেমেয়েরা যত ভালো ভাবে পড়াশোনা করবে।তাদের ভবিষ্যতে ততই ভালো হবে।” তিনি আরও বলেন, ” শিক্ষার বিকল্প কিছুই হয় না।

ছাত্রছাত্রীরা নিয়মশৃঙ্খলা মেনেই পড়াশোনা করবে। বর্তমান রাজ্য সরকার ছাত্রছাত্রীদের স্কলারশিপ থেকে শুরু করে পড়াশোনার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড করে দিয়েছে। এদিন মাদ্রাসা বোর্ডে রাজ্যের দুই গুরুত্বপূর্ণ মন্ত্রীর হাত দিয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কার তুলে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আরেক মন্ত্রী জাভেদ আহমেদ খান, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি, হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোর্তিন্ময় কর, পটাশপুর ১ ব্লকের সহ-সভাপতি পিজুস কান্তি পন্ডা, সংস্থার সভাপতি সোয়েব মহম্মদ, সম্পাদক হোসেন আলি শাহ, সুপ্রিম কোর্টের আইনজীবী আবু সোহেল, সমাজসেবী আব্দুস সাত্তার প্রমুখ। এদিনের অনুষ্ঠানে কয়েকশো ছাত্রছাত্রী ও অভিভাবকেরা সামিল হন।

ekhansangbad
Author: ekhansangbad

Related News