পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর ২ ব্লকের মৈতনা পঞ্চায়েতের নিজ মৈতনা বটতলায় সরকারি আই.টি.আই রানিং আন্ডার পি টি পি এর আয়োজনে এপ্রেন্টিসশিপ মেলা অর্থাৎ শিক্ষানবিশ মেলা অনুষ্ঠিত হলো।
এই মেলায় দীপ জ্বেলে – ফিতা কেটে সূচনা করলেন পূর্ব মেদিনীপুর জেলার খাদ্য কর্মাধ্যক্ষ তমালতরু দাস মহাপাত্র। উপস্থিত ছিলেন মৈতনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পিনাকী দিণ্ডা, পুলক বড় পন্ডা সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তি ও অতিথিবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন আই.টি. আই বটতলার অধ্যক্ষ সহ বিভিন্ন শিক্ষক বৃন্দ ও আগত আই টি আই এর সাথে যুক্ত অতিথি বৃন্দ।
সূত্রে জানা যায় এই মেলায় শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে এবং ১০ থেকে ১২ টা কোম্পানি উপস্থিত হয়। যেমন এম.আর.এফ, এপোলো, সিল পেন স্টিল কাস্ট প্রাইভেট লিমিটেড, টাটা মোটর্স, ফিয়েট অটোমোবাইল সহ অন্যান্য কোম্পানি।
এই মেলায় প্রশিক্ষণপ্রাপ্ত আইটিআই এর ডিপ্লোমা ধারি স্টুডেন্টরা অংশগ্রহণ করে এবং বিভিন্ন কোম্পানির চাকরির সুযোগ নেয়। এই শিক্ষানবিশ মেলা থেকে প্রচুর ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ তৈরি হয়