Select Language

[gtranslate]
২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ধ্রুপদী কথক  নৃত্যের অনুষ্ঠান “নৈবেদ্য ” আয়োজিত সন্দীপ নিয়োগীর প্রয়াসে

কিংবদন্তি সেতার বাদক শিল্পী  সন্দীপ নিয়োগীর প্রয়াসে  গণভবন , উত্তরপাড়ায়  সারা দিন ব্যাপি  ধ্রুপদী কথক  নৃত্যের অনুষ্ঠান “নৈবেদ্য ” আয়োজিত  হলো ।  নৃত্য অনুষ্ঠানে  মোট  ১৬ টি  একক নৃত্য  , ১ টি   দ্বৈত নৃত্য  ও ৯ টি দলগত কথক নৃত্য  অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । প্রতিষ্ঠিত কথক নৃত্য গুরু ও বাদ্যযন্ত্র  গুরুদের দ্বারা দ্বীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। 

৯ ঘন্টা ধরে  চলাকালীন ধ্রুপদী নৃত্য অনুষ্ঠানে মোট ১০৮ জন নৃত্য শিল্পী অংশগ্রহন করেন। সারা দিন ব্যাপি  অনুষ্ঠানে শিল্পীরা কথকের বিভিন্ন পারম্পরিক বোল , ঠুমরি  গজলের  উপর নৃত্য পরিবেশন করেন।     
অনুষ্ঠানে বিশিষ্ট কথক নৃত্য গুরু  ডঃ মালবিকা মিত্র মা জগদ্ধাত্রী বন্দনার দ্বারা নিজের নৃত্যে আরম্ভ করেন , ওনার  ভক্তিমূলক পরিবেশনা সমগ্র পরিবেশকে ভক্তিমুখর করে তুলেছিল।

অনুষ্ঠানে  রমাপ্রসাদ চট্টোপাধ্যায় , দেবাংশু মন্ডল , এমিলি  ঘোষ , ঋদ্ধি জোশি , নন্দিনী চক্রবর্তী , শর্মিলা চৌধুরী , ঐন্দ্রিলা বাসু , কনীনিকা গাঙ্গুলি , শ্রেয়া ভট্টাচার্য , সুচিস্মিতা দত্ত , নীতিশা ব্যানার্জি  , রাহুল দেব , হিন্দোলি নিয়োগী , রূপেশ কুমার গুপ্ত, পৌলমী গুহ একক কথক নৃত্য ও সৌরভ রায় এবং রুমেলি রায় দ্বৈত কথক  নৃত্য পরিবেশন করলেন । 

অনুষ্ঠানে দলগত নৃত্যে  মৌসুমী গাঙ্গুলি , অঞ্জু ভট্টাচার্য্য , ডঃ দেবস্মিতা মুখার্জি ব্যানার্জি , কুশল ভট্টাচার্য, সহেলি বোস , সংগীতা চাকী , পৃথা বসু , কৃষ্ণেন্দু মজুমদার ও  স্নিগ্ধা চক্রবর্তী মন্ডলের দল , দলগত  কথক নৃত্য পরিবেশন করেন । 

অনুষ্ঠানে সিদ্ধার্থ ভট্টাচার্য , সুবীর ঠাকুর , অমিতাংশু ব্রহ্ম (তবলা ) , সন্দীপ নিয়োগী (সেতার ) প্রতীপ ব্যানার্জি ও শুভাশীষ ভট্টাচাৰ্য কণ্ঠসংগীতে প্রশংসনীয় সংগত করেন ।  পল্লব বিষ্ণু ও মেহেলী চক্রবর্তী  অনুষ্ঠানের সঞ্চালনে করেন । অনুষ্ঠানের শেষে সমস্ত শিল্পীদের অঙ্গ বস্ত্র ও উপহার দিয়ে সম্মানিত করা হয়। সব শেষে সেতার বাদক শিল্পী  সন্দীপ নিয়োগী ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ekhansangbad
Author: ekhansangbad

Related News