পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রান ব্লকের স্বেচ্ছাসেবী সংগঠন কাজলা জনকল্যাণ সমিতি ও পুনের রুর্যাল রুটস রেনেউ সলিউশন এর যৌথ উদ্যোগে বিদ্যুৎ ও পেট্রোল ছাড়াই কৃষক-কৃষাণীদের সুবিধার জন্য সৌরশক্তি চালিত ভর্তুকি মূল্যে ১০ বছরের ওয়ারেন্টি সহ সৌরশক্তি চালিত জলবাওয়া মেশিন কাঁথি মহকুমার কাঁথি -১, দেশপ্রান, কাঁথি-৩, রামনগর -১, রামনগর -২, খেজুরি-১, খেজুরি-২ ব্লক ছাড়া আরো কয়েকটি ব্লকের মধ্যে প্রায় ৩০ জন চাষীদের হাতে তুলে দেওয়া হল।
দেশপ্রাণ ব্লকের পূর্ব আমতালিয়া গ্রামের কৃষাণীদের মধ্যে শিউলি জানা, কাঁথি -১ ব্লকের নায়াপুট গ্রামের কৃষক প্রদীপ গিরি, খেজুরি -১ ব্লকের লাখি গ্রামের কৃষাণী মিতালী সাউ, এবং ভগবানপুর ব্লকের তিওর খালি গ্রামের অঞ্জলি দাস জানায় সৌরশক্তি চালিত জলবাওয়া মেশিনটি ক্রয় করে ফসল,সবজি চাষ, নার্সারী ও মাছ চাষ করে খুবই উপকৃত হয়েছি । বিভিন্ন এলাকার কৃষক /কৃষাণীদের উদ্দেশ্যে জানায় যে বিদ্যুৎ ও পেট্রোল ছাড়া সৌরশক্তি চালিত জলবাওয়া মেশিনটি ক্রয় করলে চাষের খরচ যেমন কমবে , তেমনি এটি পরিবেশ সহায়ক হবে। তারা কাজলা জনকল্যাণ সমিতির এই উদ্যোগকে সাধুবাদ জানায়।
সমিতির সাধারণ সম্পাদক স্বপন পন্ডা ও রুর্যাল রুটস রেনেউ সলিউশনের ডাইরেক্টর সুমন্ত সিং জানান বর্তমানে জলবায়ু পরিবর্তনে সাধারণ মানুষ কীটপতঙ্গ, জীবজন্তু সবাই নাজেহাল, তাই সমিতি জলবায়ু পরিবর্তন প্রতিরোধে পরিবেশ সহায়ক জলবাওয়া মেশিন কৃষি কাজে ব্যবহারের মাধ্যমে একটি ক্ষুদ্র প্রয়াস হাতে নিয়েছে। তাঁরা আরো জানান ভর্তুকি যুক্ত মূল্যে এই জলবাওয়া মেশিন প্রথম ১০০ জন কৃষক – কৃষাণীদের মধ্যে আগামীদের বিতরণ হবে। এই মেশিন পাওয়ার জন্য স্বপন পন্ডা তাঁদের সংগঠনের সাথে যোগাযোগ করার আহ্বান জানান।