Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মানবাধিকার ও দেশের নতুন ফৌজদারি আইন বিষয়ক রাজ্য কর্মশালা

পূর্ব মেদিনীপুর জেলার মেছেদার বিদ্যাসাগর স্মৃতিভবনে মানবাধিকার সংগঠন সিপিডিআর‌এস-এর উদ্যোগে মানবাধিকার আন্দোলনের ইতিহাস ও নতুন ফৌজদারী আইন নিয়ে রাজ্য কর্মশালা অনুষ্ঠিত হয়।  দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে দুই শতাধিক প্রতিনিধি ‘মানবাধিকার ও নতুন ফৌজদারি আইন’ নিয়ে  দুই দিনব্যাপী কর্মশালাতে আলোচনায় অংশগ্রহণ করেন। 



সিপিডিআর‌এস পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক রাজকুমার বসাক, সভাপতি সৌম্য সেন, গৌরাঙ্গ দেবনাথ, প্রদীপ দাস, অধ্যাপক মঙ্গল নায়ক, সহ-সভাপতি  নভেন্দু পাল  কর্মশালায় বিষয় ভিত্তিক আলোচনা করেন। কর্মশালার শেষ দিনে  সংগঠনের উপদেষ্টা ও  মুখ্য বক্তা সান্টু গুপ্ত আজকের দিনে মানবাধিকার আন্দোলন গড়ে তোলার গুরুত্ব ও আইন বিধিগুলির লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে সামগ্রিক আলোচনা করে,  অধিকার রক্ষার আন্দোলনকে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read