প্রদীপ কুমার সিংহ :- দুর্গাপুজা,কালী পূজা ভাইফোঁটা, ছট পুজা, জগদ্ধাত্রী পূজা,কেটে যাওয়ার পর বিভিন্ন দিকে বিজয়া সম্মেলনে অনুষ্ঠান চলছে। দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে মঙ্গলবার বিকেলে বারুইপুর রেলগেট এর কাছে একটি কমপ্লেক্সে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, বারুইপুর পৌরসভার উপ পৌর পিতা গৌতম দাস, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী দপ্তরের কর্মদক্ষ জয়ন্ত ভদ্র, বারুইপুর পৌরসভার একাধিক পৌরপিতা ও পৌর মাতা গন। এই অনুষ্ঠান শুরু হয় উদ্বোধনী সংগীত পরিবেশনের মাধ্যমে। মহিলাদের অংশগ্রহণ এই অনুষ্ঠানের চোখের দেখার মত। বিমান বন্দ্যোপাধ্যায় বলেন এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে এত মহিলা আসাতে তিনি অভিভূত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের বিশেষ কিছু প্রকল্প করেছে। কন্যাশ্রী, লক্ষী ভান্ডার সহ একাধিক প্রকল্প করেছে মহিলাদের জন্য। তিনি বলেন মোট 64 টি প্রকল্প করেছে মানুষের সুবিধার্থে। বিরোধীরা এই নিয়ে কটাক্ষ করলেও মানুষ কিন্তু তা গ্রহণযোগ্য করেনি। কন্যাশ্রী প্রকল্পের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ইউনেস্কা থেকে পুরস্কৃত করেছেন। পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় বারুইপুর রেল ব্রিজ তৈরীতে তাড়াতাড়ি সম্ভব করা গেছে। তাই বারুইপুরবাসী যানজট নিয়ে যে যন্ত্রনা ছিল তা কিছুটা নিরাময় করা গেছে। যেহেতু বারুইপুর রেলগেট ১১ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে তাই বিমান বন্দ্যোপাধ্যায় এই কথা বললেন।
যদিও এখন বিজয়া সম্মেলনী অনুষ্ঠান বারুইপুর পৌরসভার প্রতিটি ওয়ার্ডেই করা নির্দেশ দিয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই মতাবেক বিভিন্ন ওয়ার্ডে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান চলছে। সেই সঙ্গে পঞ্চায়েত গুলিতেও শুরু হয়ে গেছে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান।
এই ওয়ার্ডের পৌর মাতা অর্চনা ভদ্র বলেন ওয়ার্ড এর প্রত্যেক মানুষকে নিয়ে বিজয় সম্মেলনী অনুষ্ঠান করতে পেরে খুবই আনন্দিত। ওয়ার্ডের বরিষ্ঠ নাড়ুগরীতে সংবর্ধনা দেওয়া হয় উত্তরীয় ও কিছু উপহার দিয়ে। আর সেই অনুষ্ঠানে পশ্চিমবাংলার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় উপস্থিত তাতে আরো উচ্চশিত হয় অনুষ্ঠানের দর্শকরা। তিনি বলেন আমার কাছে সবার জন্য দরজা খোলা থাকবে যখনই যে মানুষ আসুক না কেন আমি সবার যেন কাজ করতে প্রস্তুত। আমার কাছে পৌরবাসী কোন ভেদাভেদ থাকবে না।