আর জি কর মেডিকেল কলেজের অভ্যন্তরে কর্তব্যরত তরুণী চিকিৎসকের উপর নারকীয় ধর্ষণ ও খুনের ঘটনার ১০০ তম দিন। ঘটনার পর থেকেই জুনিয়র ডাক্তারদের আহ্বানে দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে আন্দোলন চলছে। পশ্চিমবাংলার নাগরিক সমাজ এই আন্দোলনের পাশে রয়েছে। রাজ্য সরকারকে বাধ্য করিয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি মানাতে। কিন্তু দোষীরা সকলে আজও চিহ্নিতকরণ হয়নি এবং তাদের বিচার হয়নি। আন্দোলনকে ধ্বংস করার জন্য শাসকের পক্ষ থেকে নানা ষড়যন্ত্র ও মিথ্যা প্রচার চলছে।
সমস্ত প্রকার ষড়যন্ত্রকে মোকাবিলা করে এই আন্দোলনকে তার মূল দাবি আদায়ের লক্ষ্যে পশ্চিমবাংলার নাগরিক সমাজের সাথে মেছেদাবাসীও সামিল হয়েছে। আজ মেচেদার পাঁচ মাথার মোড়ে এলাকার ডাক্তার,শিক্ষক, বুদ্ধিজীবীদের যুক্ত করে দ্রোহসভা ও মশাল যাত্রা হয়। এই সভায় বক্তব্য রাখেন অধ্যাপক পিন্টু দাস,বীণাপাণি প্রধান,লক্ষীকান্ত মাইতি,রাম পদ পাখিরা,কেষ্ট দোলই, ডাঃ বিশ্বনাথ পড়িয়া সহ অনেকে।