প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করে পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের সভাপতি মানস কর মহাপাত্র ,বলেন ইন্দিরা প্রিয়দর্শনী গান্ধী ছিলেন এশিয়ার মুক্তি সূর্য, ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রীত্বে পাকিস্তানের সাথে ১৯৭১ সালে যুদ্ধে মাত্র ১৩দিনের মধ্যে পাকিস্তানী সৈন্যদের আত্মসমর্পণ এবং পাকিস্তানকে দুটুকরো করে বাংলাদেশ তৈরি করা, ভারতের সবচেয়ে বড় যুদ্ধ জয়। সিকিম এবং সিয়াচেন হিমবাহের অধিগ্রহণ কোনো বড় ঝামেলা ছাড়াই। পোখরানে প্রথম পারমাণবিক পরীক্ষা দিয়ে ভারতকে পরমাণু শক্তিতে পরিণত করার পথে নিয়ে আসা। রাজন্যভাতা বিলোপ, ব্যাঙ্ক রাষ্ট্রায়ত্বকরণ, সবুজ বিপ্লব, গরীবি হটাও, বিশদফা কর্মসূচি ভারতের অর্থনৈতিক ও সামাজিক ভিত্তিকে সুদৃঢ় করেছিল।
আজ এগরায় মানস করমহাপাত্রের সাথে ইন্দিরা গান্ধীর আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা কংগ্রেসের সম্পাদক সাধারণ সম্পাদক সাধনকান্তি উত্থাসনী, সম্পাদক মিন্টু দাশ, মহকুমা কংগ্রেসের সভাপতি আল্পনা পট্টনায়েক, এগরা ১নং ব্লক কংগ্রেসের সভাপতি অমিতাভ জানা, এগরা শহর কংগ্রেস সভাপতি অশোক মহাপাত্র, কংগ্রেসের সংখ্যালঘু সেলের নেতা সেক আকবর, কংগ্রেস নেতা দেবব্রত রায়, জয়ন্ত নায়ক, আই এন টি ইউ সি নেতা কালিপদ শীট প্রমুখ।