অনলাইন জোয়ার আসরে রামনগর থানার পুলিশ হানা দিয়ে সরঞ্জাম ও নগদ অর্থ সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃত রামনগর থানার মঙ্গলপুর গ্রামের বাসিন্দা সঞ্জয় জানা ও সুভাষ পন্ডিতকে বুধবার কাঁথি মহাকুম আদালতে তোলা হয়। বিচারক তাদের জামিনের আবেদন খারিজ করে জেলা হাজতের নির্দেশ দেন।
অভিযোগ মঙ্গলপুর এলাকায় দীর্ঘদিন ধরে রমরমে চলছিল অনলাইন জুয়ার ব্যবসা। গোপনে খবর পেয়ে পুলিশ হানা দেয় এবং দুই ব্যক্তিকে গ্রেফতার করে। এই জুয়ার খপ্পরে পড়ে বহু মানুষ সর্বস্বান্ত হচ্ছিল বলে স্থানীয় সূত্রে জানা যায়। পুলিশের ভূমিকায় এলাকাবাসীর খুশি বলে জানা গেছে।
Author: ekhansangbad
Post Views: ৪১