প্রদীপ কুমার মাইতি :-আগাম জামিনের আবেদন করেও জামিন পেলন না নন্দীগ্রামের তৃণমূল নেতা আবু তাহের।ভোট-পরবর্তী হিংসা মামলায় স্বস্তি পেতে তিনি
কলকাতা হাইকোর্টে গেছিলেন । আবু তাহেরের আইনজীবি অবশ্য দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তদন্তের ওপরে প্রভাব তৈরী করে তৃনমূল নেতাদের মিথ্যা মামলায় জড়াচ্ছে।
কলকাতা উচ্চ আদালতের বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে এদিন ভোট-পরবর্তী হিংসা মামলার শুনানি ছিলো।
গত ৩ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যের অন্যান্য কয়েকটি বিধানসভা কেন্দ্রের মত নন্দীগ্রামের একাধিক জায়গায় হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ।অভিযোগ এই হামলায় নন্দীগ্রামের চিল্লাগ্রাম এলাকার বাসিন্দা বিজেপি কর্মী দেবব্রত মাইতি গুরুতর জখম হন । কলকাতায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মে দেবব্রতর মৃত্যু হয় । হাইকোর্টের নির্দেশে সেই ঘটনার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে । ওই ঘটনাতে আবু তাহের-সহ নয় জন তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ করতে নোটিশ পাঠায় সিবিআই ।কেন্দ্রীয় গোয়েন্দাদের অভিযোগ নোটিশ করা হলেও তিনি সিবিআই-এর কাছে হাজিরা দিচ্ছেন না এবং তদন্তে কোনভাবেই সহযোগিতা করছেন না । তারপরই বিচারপতি আবু তাহেরের আগাম জামিনের আবেদন খারিজ করে দেন।