আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো কাঁথি থানার পুলিশ। ধৃত মারিশদা থানার চাঁদবেড়িয়া গ্রামের বাসিন্দা অরিন্দম দাস কে বুধবার কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গেছে কাঁথি রসুলপুর রাস্তা ডিঙ্গলবেড়িয়া মড়ে সন্দেহজনকভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিল।
গোপন সূত্রে পুলিশ খবর পেয়ে অরিন্দম দাস কে পাকড়াও করে। তাকে তল্লাশি করে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বলে কাঁথি থানার আইসি প্রদীপ কুমার দান জানিয়েছেন। ওই যুবক কি কারনে ঘোরাফেরা করছিল সে সম্পর্কে পুলিশ তদন্ত করছে। এই আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরার পিছনে অন্য কোন ষড়যন্ত্র রয়েছে কিনা তাও পুলিশ তদন্ত করে দেখছি।
Author: ekhansangbad
Post Views: ৩৭