বলাগেড়িয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিঃ এর উদ্যোগে রক্তদান শিবির ও সমবায় আলোচনা শিবিরের আয়োজন করা হয়।
প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে রক্তদান শিবিরের উদ্বোধন হয়। প্রদীপ প্রজ্জ্বলনে অংশগ্রহণ করেন বলাগেড়িয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের সভাপতি সুপ্রকাশ গিরি। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাঙ্কের সহসভাপতি পার্থসারথী দাস, ব্যাংকের প্রাক্তন সভাপতি ও কাঁথি সমবায় ইউনিয়নের সম্পাদ সত্যজিৎ ধাড়া, ডাইরেক্টর ও বিধায়ক তরুণ কুমার মাইতি, ডাইরেক্টর রত্নদীপ মান্না, ব্যাংকের সাধারণ প্রবন্ধক বিকাশ রথ, সহ ব্যাংকের অন্যান্য আধিকারিক ও ডাইরেক্টর গন। শিবিরে প্রায় ৭০ জন এরও বেশি রক্তদাতা রক্ত দান করেন। রক্ত সংগ্রহ করে কাঁথি ব্লাড ব্যাংক।
বিকালে সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের আয়োজনে গৌরবময় ৭১ তম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন ও সমবায় সমাবেশ হল বলাগেড়িয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের সভাকক্ষে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলাগেড়িয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিঃ, সভাপতি সুপ্রকাশ গিরি, সহ-সভাপতি পার্থ সারথি দাস, ডাইরেক্টর ও কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ, কন্টাই ২রেঞ্জ কো-অপারেটিভ ইউনিয়ন সভাপতি হরিসাধন দাস অধিকারী বলাগেড়িয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিঃ ডাইরেক্টর ও বিধায়ক তরুণ কুমার মাইতি, সহ সোসাইটির সমস্ত সদস্য সদস্যাবৃন্দ।