Select Language

[gtranslate]
৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিনাব্যায়ে চক্ষু ছানি পরীক্ষা শিবির _

কাজলা জনকল্যাণ সমিতি  পাঁউশি ইউনিট ও ভগবানপুর ব্লকের বারোজ গ্রাম পঞ্চায়েতে অবস্থিত ইদলবার দীঘাদাঁড়ি স্টুডেন্টস ক্লাবের  যৌথ উদোগে ও পরিচালনায় চক্ষুপরীক্ষা শিবির হলো।   চৈতন্যপুর  বিবেকানন্দ  মিশন আশ্রম পরিচালিত নেত্র নিরাময় হাসপাতাল  সহযোগিতায়  অভিজ্ঞ চিকিৎসক ও অত্যাধুনিক যন্ত্রপাতি দ্বারা  ইদলবার দীঘাদাঁড়ি হরিমন্দির প্রাঙ্গনে চক্ষু ও ছানি পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে দিঘাদাঁড়ি, ইদলবার, কায়েমগেরিয়া, উত্তর ও দক্ষিণ বিজয়নগর , শিমুলিয়া, দক্ষিণ মহিষদা  বারোজ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম থেকে ২১৯ জন রোগী চক্ষু পরীক্ষা করেন। ৪৯  জন  ছানি রোগীকে   চৈতন্যপুরে চক্ষু অপারেশন  করতে যাবেন। অভিজ্ঞ চিকিৎসকমন্ডলী ও মিশনের  পক্ষ থেকে ছিলেন  মলয় সামন্ত, শ্যামসুন্দর দাস, রবীন্দ্র মাইতি।

কাজলা জনকল্যাণ সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিতান দাশ, মানিক জানা, রাজশেখর বেরা এবং লক্ষ্মীপ্রিয়া সাসমল,  স্টুডেন্টস ক্লাবের পক্ষ থেকে  সম্পাদক দীপঙ্কর জানা ও সভাপতি দেবব্রত দাস।  উপস্থিত  পঞ্চায়েত সদস্যা রুমা রানী গিরি জানা জানান কাজলা জনকল্যাণ সমিতি আমাদের  গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন  উন্নয়ন মূলক কাজ দীর্ঘদিন ধরে  করে আসছে,  এই শিবিরটি করার জন্য  পঞ্চায়েত এলাকায় বিভিন্ন গ্রাম থেকে  রোগীরা উপকৃত হয়েছেন।,তাই কাজলা জনকল্যাণ সমিতির ও চৈতন্যপুর মিশন আশ্রমকে ধনাবাদ  জানাই।সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সহযোগিতা করেন স্টুডেন্টস ক্লাবের সদস্য দীপক জানা এবং বাবুলাল দাস। চক্ষু পরীক্ষা শিবিরটি সুষ্ঠ ভাবে পরিচালনা জন্য  সবাইকে  ধন্যবাদ জানান কাজলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক স্বপন পন্ডা ।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read