Select Language

[gtranslate]
৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাড়চুনফলি ও বেনিপুরে রাস উৎসবের সূচনা

মহাসমারোহে রাস পঞ্চমীর পূণ্য লগ্নে বাড়চুনফলি ও বেনিপুরে রাস উৎসবের সূচনা হলো বুধবার। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ঘটোত্তোলন হয়।এই উৎসব চলবে ৫ দিন ধরে। বেনিপুরে উৎসবের শুভ সূচনা শান্তিপূর্ণ হয় সকলকে অভিনন্দন জানিয়েছেন উৎসব কমিটির সভাপতি পঙ্কজ পাত্র ও সম্পাদক বিশ্বজিৎ পাত্র।

উৎসবের দিনগুলিতে সকলকে হাজির হওয়ার জন্য আবেদন জানিয়েছেন। বাড়চুনফলির রাস উৎসব ও চলবে ৫ দিন ধরে। এই উৎসবে সকলের যোগদানের জন্য আহ্বান জানিয়েছেন উৎসব কমিটির কর্মকর্তা রঞ্জিত বর।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read