Select Language

[gtranslate]
৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রত্যাবর্তন নাট্য দলের নতুন প্রযোজনা ” দূর্গা দন্ড “

কেকা মিত্র :- দক্ষিণ কলকাতার প্রত্যাবর্তন নাট্য দল বেশ কয়েক বছর ধরে নানা ধরনের নাটক তারা মঞ্চস্থ করে চলেছে। তাদের এবারের নব তম প্রযোজনা দূর্গা দণ্ড।
গত ২১ নভেম্বর বৃহস্পতিবার সন্ধায় ঢাকুরিয়ার মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হলো প্রত্যাবর্তন এর নতুন নাটক ” দূর্গা দণ্ড “।
এই নাটকটি সংক্ষেপে হলো
ভানুমতি-এর কোঠা এখন নামেই। কাটিয়া নগর থানায় অন্তর্গত ‘ভানুমতি’-এর কোঠা এখন দূর্গা দেবীর নিয়ন্ত্রনে।     সরকারী তকমা থাকলেও ভানুমতি-এর কোঠায় দূর্গা  দেবীর তত্বাবধানে গড়ে উঠেছে অবহেলিত- অত্যাচারিত মহিলাদের স্বনির্ভর প্রকল্প।
স্বনির্ভরতার সাথে সাথে সে তার কোঠায় চাঁদনী,মানু ও অনাথ বাচ্ছা ছেলে পালুকে নিয়ে সাংস্কৃতিক একটা পরিমন্ডলও গড়ে তোলে। এই সমাজ সেবা মূলক কাজকর্মকে মেনে নিতে পারেনা রাজনৈতিক ক্ষমতা সম্পন্ন-সমাজ বিরোধী দাদা ‘ন্যাপা’। তবে ঘটনার মূলপর্ব তৈরী হতে থাকে ভানুমতি-এর কোঠায় বেচে দেওয়া নাবালীকা ‘তনুশ্রী’ বা ‘ঊর্মি’ উপস্থিতির পর থেকে। রাজনৈতীক ক্ষমতাবল তো বটেই, প্রষাশনকে হাতে করে লালসার নোংরা খেলায় মেতে ওঠে ন্যাপারা। কিন্তু  ‘দামিনী’ থেকে ‘দূর্গা’ হয়ে ওঠা শক্তির প্রতিরূপ দূর্গা দেবী প্রতিরোধের দেওয়াল গড়ে তোলে।
       এক কালী পূজার রাতে  নাবালীকা ঊর্মিকে ন্যাপা ও  তার দলবল সহ ধর্ষণ করে!  রুদ্র মূর্তি দুর্গা মা কালীর সামনেই, তাঁর খাঁড়া দিয়ে বলি দেয় ‘ন্যাপা’ নামের সামাজিক অবক্ষয়ের অসুরকে।
      ভানুমতির আশির্বাদে ‘দামিনী’ থেকে হয়ে ওঠা ‘দূর্গা’ এক নতুন অধ্যায়ের সূচনা করে তার ‘দন্ড’-এর মধ্যে দিয়ে।


নাটক,মঞ্চ পরিকল্পনা, আবহ পরিকল্পনা, পোষাক পরিকল্পনা ও নির্দেশনায় বিশেষ মুন্সিয়ানা দেখিয়েছে অনিমেষ তরফদার।
বিভিন্ন চরিত্রে চমৎকার অভিনয় করেছেন
দূর্গা দেবী- সোমা ব্যানার্জী,
চাঁদনী- স্বাগতা মন্ডল,
মানু- দেবশ্রী রায়শীল,
তনুশ্রী/ঊর্মি-কৌশানি বসু, দামিনী (যুবতী দূর্গা )- কঙ্কনা,  ভানুমতি- রিম্পা ,
ন্যাপা- গৌতম শিকারী ,
শ্যাম- সৌভির রায়,
ফটিক- আশিষ বিক্রম,
রামচন্দ্র- অনিমেষ তরফদার
মদন (কনস্টেবল)- কৃষ্ণ বৈরাগী,
পালু- অরিশ তরফদার। এছাড়াও ছোটদের মধ্যে
অভ্রনীল বক্সি ,নিধি মন্ডল, মধুরিমা মন্ডলের অভিনয় দর্শকদের নজর কেড়েছিল।
এই নাটকে যিনি গান গেয়েছেন  তিনি হলেন  গার্গী মুখার্জী।
নেপথ্যে- সায়নী, প্রিয়াঙ্কা, ঋতম মন্ডল যথাযথ।
আলো, আবহ এবং রূপ সজ্জায় ছিলেন মলয় চ্যাটার্জী , দিগ্বিজয় বিশ্বাস ও মহঃ ইব্রাহিম। সব মিলিয়ে বর্তমান সময়ের বাস্তব বিষয় কে নিয়ে প্রত্যাবর্তন এর নতুন নাটক
দূর্গা দণ্ড সকল দর্শকদের নজর কাড়বে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read