Select Language

[gtranslate]
১৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার ৩১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নাড়াজোল রাজ কলেজের উন্মুক্ত হলো আর্কাইভ এন্ড নলেজ রিসোর্স সেন্টার

নাড়াজোল রাজ কলেজের পুরনো ভবনে(নাড়াজোল রাজাদের বাড়ি) আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উন্মুক্ত হলো আর্কাইভ এন্ড নলেজ রিসোর্স সেন্টারের।
এ দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধান নির্মল মাহাত, কলেজের প্রিন্সিপাল বাসুদেব মন্ডল,  বিভাগীয় প্রধান অধ্যাপক মঙ্গল কুমার নায়ক, অভ্যন্তরীণ মূল্যায়ন অনুষদ কনভেনর তপনেন্দু কামিল্যা, নীলাঞ্জনা ভট্টাচার্য, অধ্যাপিকা বৈশালী গুহ ও নাড়াজোলের অনন্য জনপদের লেখক দেবাশীষ ভট্টাচার্য । 
বিভাগীয় প্রধান জানান,  যারা দেশের আঞ্চলিক ইতিহাস নিয়ে গবেষণা করবেন তাদের আর্কাইভ এন্ড  নলেজ রিসোর্স সেন্টার সহায়তা করবে। 


উল্লেখ করা যেতে পারে, বিংশ শতাব্দীর স্বাধীনতা আন্দোলন ও সামাজিক সংস্কার আন্দোলনে নাড়াজোলের রাজারা গৌরবময় ভূমিকা পালন করেছিলেন। নাড়াজোল রাজবাড়ি সেদিন বহু  বিপ্লবীদের আশ্রয়স্থল হয়ে উঠেছিল। ক্ষুদিরাম বসু, জ্ঞানেন্দ্রনাথ বসু, হেমচন্দ্র দাসকানুনগো, বিমল দাশগুপ্ত, নেতাজি সুভাষচন্দ্র বসু সহ বহু স্বাধীনতা সংগ্রামী এই রাজ বাড়িতে এসেছিলেন। আচার্য প্রফুল্লচন্দ্র রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, মতিলাল নেহেরু, জহরলাল নেহেরুর প্রমুখদের সঙ্গে এই রাজবাড়ীর গভীর সম্পর্ক ছিল।


নাড়াজোল রাজাদের সেই গৌরবময় ইতিহাসকে জনসাধারণের সামনে তুলে ধরতে নাড়াজোল রাজ কলেজ উদ্যোগী ভূমিকা নিয়েছে। কলেজের আর্থিক সহায়তায় পুরনো ভবনে এদিন একটি প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
এছাড়া এদিন ইতিহাস বিভাগের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতির উপরে একটি সেমিনার ও দেশের ইতিহাস শিল্প সংস্কৃতি, হেরিটেজকে ছাত্র-ছাত্রীদের সামনে তুলে ধরতে একটি নতুন কোর্স ‘হেরিটেজ ইন এনসিয়েন্ট ইন্ডিয়া’ চালু করা হয়।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read