বরাদ্দকৃত অর্থে ঠিকঠাক ভাবে রাস্তা নির্মাণের কাজ চলছে কিনা পরিদর্শন করলেন এলাকার বিধায়ক। সূত্রের খবর বিবেকানন্দ গ্ৰাম পঞ্চায়েতে নতুন ৩টি ঢালাই রাস্তার কাজ শুরু হবে তা দেখতে গেলেন বিধায়ক তরুণ কুমার মাইতি। তুমি এলাকাবাসীর সঙ্গেও কথাবার্তা বলেন।
১)পরিতোষ পন্ডার বাড়ি থেকে বাইনো জানার পুকুর ।২)বাইনো জানার পুকুর থেকে শনি মন্দির পর্যন্ত রাস্তা।৩)বিনো জানার মোড় থেকে সড়ানন পন্ডার বাড়ি ও বাদল বারিক এর বাড়ি থেকে বেরা পাড়া। এই তিনটি রাস্তা যথাক্রমে ১২০০ মিটার, দেড় কিলোমিটার ও ৭০০ মিটার বলে জানা গেছে। ভাই বরাদ্দ যথাক্রমে ৪৪ লক্ষ, ৫৪ লক্ষ, এবং ৩৫ লক্ষ টাকা বলে জানা গেছে। এই রাস্তাগুলো যাতে ঠিকঠাক হয় তার জন্য তিনি এলাকাবাসীর সহযোগিতা ও কামনা করেছেন।
Author: ekhansangbad
Post Views: ২৮