পূর্ব মেদিনীপুর জেলার দিঘা খাদালগোবরা নিম্নবুনিয়াদী বিদ্যালয়ে মনীষিদের মূর্তির আবরণ উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হল। উদ্বোধন করলেন অর্চনা পাত্র ।এই উপোলক্ষ্যে সংস্কৃতিক প্রতিযোগিতা,কুইজ প্রতিযোগিতা ও ক্রীড়া প্রতিযোগিতা হয়।
উপস্থিত ছিলেন ডিপিএসসি চেয়ারম্যান হাবিবুর রহমান , রামনগর ১ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক, রামনগর ১ পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার,পদিমা ১ গ্রাম পঞ্চায়েত প্রধান সুশান্ত পাত্র,দিঘা বিদ্যাভবন এর প্রধান শিক্ষক শুভেন্দু করন প্রমুখ। এই অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীর অভিভাবক অভিভাবকা গন উপস্থিত ছিলেন।
Author: ekhansangbad
Post Views: ২১