Select Language

[gtranslate]
৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

খাল পরিস্কার ও সংস্কার দাবিতে চাষীদের নিয়ে কনভেনশন

পাঁশকুড়া ব্লকের গোবিন্দ নগর অঞ্চলের পশ্চিম নেকড়া গ্রামের বন্যা এবং বর্ষার জল না বেরানোর ফলে কৃষকরা মাঠে বীজতলা ফেলতে পারছে না। পশ্চিমনেকড়া বাই পাশের উওর পাশের এবং পশ্চিম নেকড়া গ্রামের পশ্চিম পাশের কৃষি জমির উপর এখনও এক হাঁটুর উপরে জল জমে থাকায় কৃষকরা তিন ফসলি জমিতে চাষের কাজে নামতে পারছে না। পশ্চিমনেকড়া গোপাল রানার দোকানের নিকট হইতে মান্না পাড়া হয়ে পশ্চিম নেকড়া ব্রিজ পর্যন্ত নিকাশি খাল পরিস্কার ও সংস্কার এবং স্থায়ী ড্রেনের দাবিতে পশ্চিম নেকড়া গ্রামের কৃষক ও ভাগ চাষীদের নিয়ে কনভেনশন অনুষ্ঠিত হয় কৃষি বাঁচাও কৃষক বাঁচাও গ্রাম বাঁচাও কমিটি উদ্যোগে।

সিদ্ধান্ত হয় কৃষকদের গণস্বাক্ষর সংগ্রহ করা হবে এবং সোমবার গোবিন্দ নগর অঞ্চলের প্রধান এবং বিডিও নিকটে লিখিত স্মারকলিপি প্রদান করা হবে।যাতে দ্রুততার সাথে নিকাশি খাল পরিস্কার করা হয় এবং কৃষকরা মাঠে চাষের কাজে নামতে পারে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read