রবিবার দেশপ্রান ব্লকের স্বেচ্ছাসেবী সংগঠন কাজলা জনকল্যাণ সমিতি পরিচালনায় চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রম, চৈতন্যপুর হলদিয়ার সহযোগিতায় অভিজ্ঞ চিকিৎসক ও অত্যাধুনিক যন্ত্রপাতি দ্বারা কাজলা জনকল্যাণ সমিতিতে চক্ষু ও ছানি পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এই পরীক্ষা শিবিরে দেশপ্রাণ ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম থেকে ২১০ জন রোগী চক্ষু পরীক্ষা করেন। এর মধ্যে ৭৬ জন রোগীর ছানি পাওয়া গেছে।
যাদের ছানি ধরা পড়েছে তাদের আগামী সপ্তাহে চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রম থেকে বিনামূল্যে ছানী অপারেশন হবে। অভিজ্ঞ চিকিৎসকমন্ডলীর পক্ষে ছিলেন উপস্থিত ছিলেন ডাঃ অসিত প্রামানিক,ডঃ পবিত্র মাইতি । মিশনের পক্ষ থেকে ছিলেন মলয়কুমার সামন্ত ও দিলীপ প্রামানিক।। সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য সবাইকে ধন্যবাদ জানান কাজলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক স্বপন পন্ডা সবাইকে ধন্যবাদ জানান।