বাড়চুনফলি রাস উৎসব কমিটির আয়োজনে রক্ত দান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরের সহযোগিতা করেন ফেয়ার ফিল্ড এক্সিলেন্স। এই শিবিরের উদ্বোধন করেন প্রাক্তন শিক্ষক পরমেশ্বর প্রধান।
উপস্থিত ছিলেন সমাজসেবী সঞ্জিত শীট, ফেয়ার ফিল্ড এক্সিলেন্স এর সভাপতি তেহরান হোসেন, সম্পাদক সনাতন জানা, সমাজসেবী রঞ্জিত বর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। পাশাপাশি রক্ত দাতা দের পরিবেশ সচেতনতা বাড়াতে বৃক্ষ দান করা হয়। রক্ত সংগ্রহ করে কাঁথি ব্লাড ব্যাংক। সন্ধ্যায় পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
Author: ekhansangbad
Post Views: ১৬