Select Language

[gtranslate]
১৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার ৩১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঘুমন্ত যুবকের গলা কেটে খুন

গভীর রাতে ঘুমন্ত অবস্থায় এক যুবকের গলা কেটে খুন করে পালালো দুষ্কৃতিকারীরা। রাতেই পাশে ঘুমিয়ে থাকা স্ত্রী’র চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ ব্লকের পঁচেট  গ্রাম পঞ্চায়েতের উওর পাড়া গ্রামে। ভোররাতে পৌঁছায় পটাশপুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে পুলিশ নিয়ে যায়। তদন্তে কারণে পাশে ঘুমিয়ে থাকা স্ত্রী’কে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পুলিশ জানিয়েছে মৃত দীপঙ্কর গিরি ( ৩৪)।

পুলিশের হাতে আটক স্ত্রী লক্ষী গিরি। পরকীয়া সম্পর্কে জেরে খুন বলে প্রাথমিকভাবে অনুমান প্রতিবেশী থেকে আত্মীয়স্বজনদের। কারন,  দীপঙ্কর প্রথম স্ত্রী’কে বিবাহ করলেও সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। প্রথম স্ত্রী’র ছেলেকে নিয়ে বাপের বাড়িতে থাকতে শুরু করে। এরপর দীপঙ্কর এক গৃহবধূকে বিবাহ করেন। বধুর ছয় সাত বছরের ছেলেকে নিয়ে সংসার শুরু করে দীপঙ্কর। এদিকে বর্তমান দীপঙ্করের স্ত্রী’কে পুরানো স্বামী তার স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার জন্য কাতর আবেদন জানায়।  কিন্তু কোন মতে রাজি হয়নি ওই বধু থেকে দীপঙ্কর। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। পটাশপুর থানায় এক পুলিশ আধিকারীক বলেন ” পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে “। এই ব্যাপারে কেউ কোন স্পষ্ট করে জানাতে পারিনি।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read