প্রদীপ কুমার সিংহ :- চারচাকা গাড়ি দুর্ঘটনা গুরুতর আহত ১। আহত ব্যক্তির নাম সাইফুল লস্কর (৪৩)। বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাট অঞ্চলে। তিনি একজন ব্যবসায়ী। আহত ব্যক্তি মঙ্গলবার সকালে মগরাহাটের বাড়ি থেকে সূর্যপুরে যাচ্ছিলেন ব্যবসার কাজে। বাংলার মোরের কাছে গাড়ি থেকে নেমে একটা চায়ের দোকানে চা খাবে বলে দাঁড়িয়ে ছিলেন রাস্তার ধারে।
হঠাৎ একটি চার চাকার বোলেরো গাড়ি তাকে ধাক্কা মারে। সে সঙ্গে সঙ্গে রাস্তায় পড়ে যায় তার মাথায় গুরুতর আঘাত লাগে। স্থানীয় বাসিন্দারা তাকে নিয়ে সঙ্গে সঙ্গে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। তার মাথায় কয়েকটি স্টিচ পরে। বারুইপুর হাসপাতালে চিকিৎসক মাথায় সিটি স্ক্যান করার পরামর্শ দেন। স্থানীয় বাসিন্দারা ওই গাড়িটিকে ধরে। জয়নগর থানার খবর দিলে জয়নগর থানার পুলিশ ঘটনাস্থলে আসে।
Author: ekhansangbad
Post Views: ৫৪